ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড রানের পর পাঞ্জাবকে উড়িয়ে দিল কলকাতা

প্রকাশিত: ০৭:০১, ১৩ মে ২০১৮

রেকর্ড রানের পর পাঞ্জাবকে উড়িয়ে দিল কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওপেনার সুনীল নারিন (৩৬ বলে ৭৫) ও অধিনায়ক দিনেশ কার্তিকের (২৩ বলে ৫০) ঝড়ো হাফ সেঞ্চুরির সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৫ রানের পাহাড় গড়ে কলকাতা। আইপিএল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি। সর্বোচ্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ২৬৩/৫, ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে। আর আইপিএলে কলকাতার এটি রেকর্ড সর্বোচ্চ, দলটির আগের সর্বোচ্চ ছিল ২২২/৩, ২০০৮ সালে ব্যাঙ্গালুরুর বিপক্ষে। সর্বোপরি এবারের আইপিএলেও এটি কোন দলের সর্বোচ্চ সংগ্রহ, আগের সর্বোচ্চ ছিল দিল্লী ডেয়ারডেভিলসের ২১৯/৪, এই কলকাতারই বিপক্ষে। জবাবে এদিন বড় তারকা ক্রিস গেইলের ব্যর্থতার পরও ২১৪/৮-এ থামে প্রতিপক্ষ পাঞ্জাব। লোকেশ রাহুল ৬৬ ও অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত ৪৫ রানে আউট হন। এ্যারন ফিঞ্চ ৩৪। কলকাতার রান পাহাড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান সুনীল নারিন ও দিনেশ কার্তিকের। নারিন ৩৬ বলে ৪টি ছক্কা ও ৯ চারে ৭৫ রান করে আউট হন। অধিনায়ক কার্তিক ২৩ বলে ৩টি ছক্কা ও ৫ চারে করেন ৫০ রান। ক্রিস লিন ও নারিন মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৫৩ রান। এরপর রবিন উথাপ্পার সঙ্গে নারিনের ৭৫ রানের জুটি। উথাপ্পা ২৪ রান করেন। ৯.৩ ওভারে ১০০ রান পূরণ করে কলকাতা। ১ রানের ব্যবধানে নারিন ও উথাপ্পা ফিরলে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। রাসেলের ১৪ বলে করা ৩১ রানের ইনিংসের অবদানও কম নয়। ২টি চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি। পাঞ্জাবের হয়ে আন্দ্রে টাই নেন ৪ উইকেট। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। ২০১৩ সালে পুনের বিপক্ষে গেইলের দানবীয় ব্যাটিংয়ে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান সংগ্রহ করেছিল ব্যাঙ্গালুরু। সেটা এখনও শীর্ষে আছে। তার আগে ২০১০ সালে চেন্নাই সুপার কিংস ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। কাল ১ রানের জন্য কলকাতা পেছনে ফেলতে পারেনি চেন্নাইর ওই ইনিংসকে। তবে ২০০৮ সালে চেন্নাইর করা ২৪০ রানের ইনিংসকে তারা ঠিকই পেছনে ফেলেছে। সেবার এই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষেই ৫ উইকেট হারিয়ে ২৪০ রান করেছিল চেন্নাই। কাল জবাব দিতে নেমে ব্যর্থ হয়েছেন বড় তারকা ক্রিস গেইল (১৭ বলে ২১)। ওপেনার লোকেশ রাহুলের ২৯ বলে ৬৬ ও শেষদিকে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনের ২২ বলে ৪৫ রানের ক্যামিওতে হারের আগে দুই শ’ পার করে চেন্নাই। ইনফর্ম রাহুল ২ চারের বিপরীতে ছক্কা হাঁকান ৭টি। অশ্বিন ৪ চার ও ৩ ছক্কা। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল ৩ ও প্রাশিধা কৃষ্ণা নেন ২ উইকেট।
×