ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুবাদের স্কিল ক্যাম্প শুরু সোমবার

প্রকাশিত: ০৬:৫৮, ১৩ মে ২০১৮

যুবাদের স্কিল ক্যাম্প শুরু সোমবার

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের ক্রিকেটারদের স্কিল ক্যাম্প শুরু হবে সোমবার। সেদিন বিকেল চারটায় বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে রিপোর্টিংয়ের মাধ্যমে ক্যাম্প চালু হবে। ক্যাম্প চলবে তিন সপ্তাহ। ক্যাম্প হবে বিকেএসপিতেই। ১৪ মে শুরু হবে ক্যাম্প। শেষ হবে ৩ জুন। এ ক্যাম্পের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ওপেনার হিসেবে আছে মোঃ প্রান্তিক নওরোজ (বিকেএসপি), সাজিদ হাসান (ঢাকা দক্ষিণ), মোঃ তাহসিন (বরিশাল), প্রীতম কুমার (রাজশাহী); মিডলঅর্ডার ব্যাটসম্যান হিসেবে আছে আলভি হক (চট্টগ্রাম), পারভেজ হোসেন ইমন (বিকেএসপি), মাহমুদুল হাসান জয় (বিকেএসপি), অমিত হাসান (ঢাকা মেট্রো), শামিম পাটোয়ারি (বিকেএসপি), মোঃ ফজলে রাব্বি (বিকেএসপি), সাজ্জাদ শাহরিয়ার (বিকেএসপি), সিফাত সাদিক খান (ঢাকা দক্ষিণ), আবদুল্লাহ আল মামুন (রংপুর); স্পিনার হিসেবে আছে মেহেদী হাসান (খুলনা), রকিবুল হাসান (ঢাকা মেট্রে), রকিবুল আতিক (ঢাকা উত্তর), মিনহাজুর রহমান (ঢাকা দক্ষিণ), নাঈম হাসান সাকিব (সিলেট), মুজাক্কির হোসেন (সিলেট); অলরাউন্ডার হিসেবে আছেন শাহদাত হোসেন দিপু (চট্টগ্রাম), মোঃ আনামুল কবির (খুলনা), রিশাদ হোসেন (রংপুর), মৃত্যুঞ্জয় চৌধুরী (ঢাকা মেট্রো), অভিষেক দাস অরণ্য (খুলনা), তানজিল হোসেন সাকিব (বিকেএসপি); পেসার হিসেবে আছে মোঃ রুয়েল আহমেদ (সিলেট), শরিফুল ইসলাম (রাজশাহী), আসাদুল্লাহ হিল গালিব (রংপুর), শাহীন আলম (বিকেএসপি), মেহেদী হাসান (চট্টগ্রাম)।
×