ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্ট

আবাহনী-ফরাশগঞ্জ ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:৫৬, ১৩ মে ২০১৮

আবাহনী-ফরাশগঞ্জ ফাইনাল আজ

রুমেল খান ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৭’এ অংশগ্রহণকারী ১২ ক্লাবের অনুর্ধ-১৮ ফুটবল দলের অংশগ্রহণে গত ২৬ এপ্রিল থেকে ‘ওয়ালটন অনুর্ধ-১৮ ফুটবল টুর্নামেন্টে’র খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ রবিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শনিবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য জাকির হোসেন চৌধুরী, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির সদস্য মানস বোস বাবুরাম, ঢাকা আবাহনী লিমিটেডের কর্মকর্তা মানস দাস ধলু, অধিনায়ক রফিকুল ইসলাম সুমন, ম্যানেজার এবং বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রূপু, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কোচ আবু ফয়সাল আহমেদ এবং অধিনায়ক নয়ন হোসেন। আজকের ফাইনাল খেলা স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ সব দর্শকের জন্য উন্মুক্ত থাকবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন প্রাইজমানি পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ প্রাইজমানি তিন লাখ টাকা। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে খেলোয়াড়দের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ২০১৪ সালের পর দীর্ঘ সাড়ে তিন বছর অনুষ্ঠিত হয়নি এ টুর্নামেন্ট। সেবার ফাইনালে ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে শিরোপা জিতেছিল মোহামেডান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে আসরটি। টুর্নামেন্টের মোট বাজেট ৫০ লাখ টাকা। অংশগ্রহণ ফি বাবদ প্রতিটি ক্লাবকে ২ লাখ টাকা করে দিচ্ছে বাফুফে। টুর্নামেন্ট শেষ হলে ফিফা থেকে ৪০ হাজার ডলার অনুদান পাবে বাফুফে। সময় স্বল্পতার কারণে এবার টুর্নামেন্ট আকারে ছোট পরিসরে হলেও আগামী বছর থেকে লীগ আকারে হবে অনুর্ধ-১৮ ফুটবল। মূলত প্রতিভাবান ফুটবলার বের করতেই এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাফুফে। সংবাদ সম্মেলনে সালাম মুর্শেদী বলেন, ‘এই টুর্নামেন্ট থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হয়েছে। যা পরবর্তীতে বয়সভিত্তিক জাতীয় ফুটবল দল গঠনে সুবিধা হবে।’ আবাহনীর ম্যানেজার রূপু বলেন, ‘এই টুর্নামেন্ট উঠতি খেলোয়াড়দের নিজেদের প্রমাণের জন্য বড় মঞ্চ। আশাকরি আবাহনীর খেলোয়াড়রা সেটা করে দেখাতে পারবে। ফাইনালে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।’ আবাহনীর অধিনায়ক রফিকুল ইসলাম সুমনের ভাষ্য, ‘অতি অল্প সময়ে এবং সুন্দরভাবে আমাদের দলটি গঠন করা হয়। কোচ সৈয়দ গোলাম জিলানী চমৎকারভাবে দলের মধ্যে বোঝাপড়া এবং একতা সৃষ্টি করে দিয়েছেন যা দিয়ে ফাইনালে আমরা ভাল খেলে শিরোপা জিততে চাই।’ ফরাশগঞ্জের কোচ আবু ফয়সাল আহমেদ বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমাদের দলটি মাত্র একদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। এই সীমাবদ্ধতার পরও ম্যাচ বাই ম্যাচ খেলে এ পর্যন্ত আসতে পেরে আনন্দিত। দলের সবাই তৃতীয় বিভাগ লীগের ফুটবলার। এদের নিয়ে ফাইনালে ভাল খেলে চ্যাম্পিয়ন হবার প্রত্যাশা করছি।’ দলের অধিনায়ক নয়ন হোসেনের অভিমত, ‘গ্রুপ ম্যাচে আমরা আবাহনীকে হারালেও বয়সজনিত সমস্যায় তিন পয়েন্ট হারিয়ে বসি। তারপরও বাকি ম্যাচগুলোতে লড়াই করে খেলে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি। আমরা আত্মবিশ্বাসী যে, ফাইনালে ঠিকই জিতে চ্যাম্পিয়ন হতে পারব।’ ফরাশগঞ্জের মিডিয়া অফিসার বাবুরাম বলেন, ‘আমাদের দল চ্যাম্পিয়ন হলে দলের সবাইকে আশাতীত বোনাস পুরস্কার দেয়া হবে।’ আজকের ফাইনালে যেই জিতুক, সে-ই হবে এই আসরের নতুন চ্যাম্পিয়ন। এখন দেখার বিষয়, সেই নতুন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করে কোন্ দলটি।
×