ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতের নিটওয়্যার রফতানিতে ধস

প্রকাশিত: ০৬:৪৩, ১৩ মে ২০১৮

ভারতের নিটওয়্যার রফতানিতে ধস

পণ্য ও সেবা কর আরোপের পর ভারতের নিটওয়্যার পণ্য রফতানি ১৫ শতাংশ পর্যন্ত কমেছে। দেশটির গার্মেন্টস পণ্য রফতানিকারক কাউন্সিল জানায়, তিরুপপুর শহরে গেল ৩ দশকের মধ্যে প্রথম নিটওয়্যার রফতানি পণ্যে এমন ধস নেমেছে। এমনই চলতে থাকলে অসম, উড়িষ্যা ও বিহার থেকে তিরুপপুরে আসা অভিবাসীদের কর্মসংস্থান টিকিয়ে রাখাটা কঠিন হয়ে পড়বে। সমগ্র ভারতের মধ্যে শুধু তিরুপপুর থেকে ৯০ শতাংশ নিটওয়্যার পণ্য রফতানি হয়। এ খাতে নিয়োজিত আছেন ৪০ হাজার কর্মচারী। -অর্থনৈতিক রিপোর্টার টার্কি শিল্পের জন্য পৃথক নীতিমালা দাবি টার্কি শিল্পের জন্য আলাদা নীতিমালা তৈরির দাবি জানিয়েছে বাংলাদেশ টার্কি ফার্মার্স সোসাইটি। শুক্রবার রাজধানীর শ্যামলীতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা টার্কি খামারিদের মিলনমেলায় এ দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বলেন, দেশী মুরগির মাংসের মতো খেতে সুস্বাদু হওয়ায় দেশে টার্কি মুরগির চাহিদা দিন দিন বাড়ছে। চাহিদা মেটাতে দেশের আনাচেকানাচে গড়ে উঠছে টার্কি খামার। কিন্তু টার্কি মুরগির রোগবালাই দমন কিংবা লালনপালন সম্পর্কে যথাযথ ধারণা না থাকায় ক্ষতিগ্রস্ত হন ক্ষুদ্র খামারিয়া। এ অবস্থায় খামারিদের প্রশিক্ষণ দিতে সরকারের সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। -অর্থনৈতিক রিপোর্টার
×