ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদনে ভুল

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ মে ২০১৮

ইউনিয়ন ক্যাপিটালের আর্থিক প্রতিবেদনে ভুল

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের ২০১৭ সালের শেষ প্রান্তিকের ব্যবসায় চমক হয়েছে। যে কারণে প্রথম ৯ মাসে লোকসানে থেকে কোম্পানিটির বছর শেষে নিট মুনাফা হয়েছে। তবে কোম্পানি কর্তৃপক্ষ আর্থিক হিসাবে কিছু ভুল তথ্য প্রকাশ করেছেন। আর এই ভুল তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির প্রোফাইলে প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির ২০১৭ সালের ৯ মাস বা ৩টি প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২.১৮ টাকা। তবে বছরের শেষ প্রান্তিকে মুনাফার পরিমাণ হয়েছে ৩.১৭ টাকা। যাতে ২০১৭ সালে নিট ইপিএস হয়েছে ০.৯৯ টাকা। এর আগে ২০১৭ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি মুনাফা হয় ০.৫১ টাকা। তবে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ১.৮০ টাকা ও তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ০.৮৫ টাকা লোকসান হয়। -অর্থনৈতিক রিপোর্টার এনবিআর চেয়ারম্যানের কাছে ৫ লাখ গণস্বাক্ষর হস্তান্তর শুল্ক নীতি প্রত্যাহারসহ বিড়ি শিল্পকে রক্ষারসহ বিভিন্ন দাবিতে সারাদেশ থেকে সংগৃহীত সাড়ে ৫ লাখ গণস্বাক্ষর জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানের (এনবিআর) কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা চেয়ারম্যানের পিএস সাওয়ারের মাধ্যমে স্বাক্ষরের বাঁধাই করা বই বুধবার দুপুরে পৌছে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক এমকে বাঙ্গালী, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেরিক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। -অর্থনৈতিক রিপোর্টার
×