ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৪৫ দশমিক ৩৫ ভাগ

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ মে ২০১৮

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৪৫ দশমিক ৩৫ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক কমলেও লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪৫.৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ২ হাজার ৬১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৭ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৪৫০ কোটি টাকা বা ১৪৫.৩৫ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৯ দশমিক ০৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৭ দশমিক ১২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৬৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ২০ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ৯৬ শতাংশ বা ১১১.৪৭ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ২ শতাংশ বা ৫৭ দশমিক ৫৪ দশমিক ৭৮ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ্ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৮৯ শতাংশ বা ১১.৮০ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৯ কোম্পানির। আর দর কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। আর লেনদেন হয়নি ১ কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১৭ কোটি টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ১ দশমিক ৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২২ কোম্পানির। আর দর কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। এই সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ৪৭ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১৩৭ কোটি ২৮ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৩৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১০৪ কোটি ৪৯ কোটি টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৮৪ কোটি টাকা। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ বিবিএস ক্যাবলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, নাভানা সিএনজি, ড্রাগন সোয়েটার, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন এ্যান্ড সিস্টেমস লিমিটেড। দরপতনের শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৬.৮৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৫ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন প্রায় ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে মোট ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে দুলা মিয়া কটন স্পিনিংস মিল লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৪ দশমিক ৭৭ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আল আরাফাহ ব্যাংক, উত্তরা ব্যাংক, বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
×