ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রেন দুর্ঘটনা এড়াতে

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ মে ২০১৮

ট্রেন দুর্ঘটনা এড়াতে

ভারতে ট্রেন দুর্ঘটনা এড়াতে রেলগাড়িতে ব্ল্যাক বক্স সংযোজন করা হয়েছে। এই ব্ল্যাক বক্স অভ্যন্তরীণ তার, ক্যাবল ও সংযোগকারীর তাপমাত্রা পর্যবেক্ষণ করে রেলপথের বিচ্যুতি সম্পর্কে প্রতিবেদন দেবে এবং অগ্নিকা-ের কারণ হতে পারে এমন ছোট সার্কিটগুলো পরীক্ষা করতে সহায়তা করবে। এয়ার কন্ডিশনার ব্যবস্থা অকেজো হওয়ার আগে ব্ল্যাক বক্স সতর্কতা অবলম্বন করে যাত্রী সুবিধাগুলো উন্নত করবে -টাইমস অব ইন্ডিয়া রকফেলারের কালেকশন বিক্রি পিগি ও ডেভিড রকফেলারের সংগৃহীত এক হাজার পাঁচ শ’ ছবি রেকর্ড দামে বিক্রি হয়েছে। ছবিগুলো ৮৩ কোটি ২৫ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়। ২০০৯ সালে ইভস সেন্ট লরেন্ট ও পিয়েরে বেরেজের সংগৃহীত চিত্রকর্মের ৪৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের নিলামকে পেছনে ফেলেছে। এর পরে রয়েছে গত নবেম্বরে বিক্রীত লিওনার্দো দ্য ভিঞ্চির সালভাদর মুন্ডির ছবি। ৪৫ কোটি মার্কিন ডলারে বিক্রি হয়েছে এটি। ডেভিড হলেন মার্কিন কিংবদন্তি ব্যবসায়ী জন রকফেলারের নাতি। তিনি গত বছর ১০১ বছর বয়সে মারা যান –এএফপি
×