ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইএস হটানোর পর প্রথম ভোট দিল ইরাকীরা

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ মে ২০১৮

আইএস হটানোর পর প্রথম ভোট দিল ইরাকীরা

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করে তাদের দখলে থাকা ভূমি পুনরুদ্ধারের পর প্রথম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে ইরাকী জনগণ। শনিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে পশ্চিম এশিয়ার এ দেশটিতে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। খবর বিবিসি। ৩২৯ আসনবিশিষ্ট পার্লামেন্টের সদস্য হতে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর সদস্যসহ প্রায় ৭ হাজার প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে চার বছরের যুদ্ধে বিপর্যস্ত ইরাক এখনও পুনর্গঠনের কাজ চালিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবারের সাধারণ নির্বাচনকে দেশটির স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে যারাই জিতুক না কেন, গোষ্ঠীগত দ্বন্দ্ব ও বিচ্ছিন্নতাবাদের উত্তেজনাকে কমিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনাই তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। শনিবারের ভোটে অংশ নেয়া প্রার্থীদের বেশির ভাগই হয় সুন্নি না হয় শিয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন; এর বাইরে কুর্দীদেরও আলাদা তালিকা আছে।
×