ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাকে গুপ্তহত্যার চেষ্টা চলছে ॥ মমতা

প্রকাশিত: ০৬:৩৭, ১৩ মে ২০১৮

আমাকে গুপ্তহত্যার চেষ্টা চলছে ॥ মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন, কয়েকটি রাজনৈতিক দল তাকে খুনের ষড়যন্ত্র করছে। এজন্য কয়েক কোটি টাকা খুনীদের দেয়াও হয়ে গেছে। তার অবর্তমানে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব কার হাতে যাবে তা তিনি ঠিক করে রেখেছেন বলেও জানান তিনি। জি নিউজের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল ‘জি ২৪ ঘণ্টা’কে শুক্রবার দেয়া এক সাক্ষাতকারে মমতা ব্যানার্জি এসব কথা বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির। সাক্ষাতকারে মমতা বলেন, আমার কাছে তথ্য আছে কয়েকটি রাজনৈতিক দল... আমি তাদের নাম বলবো না, তারা আমাকে হত্যার চেষ্টা করছে। আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি তাই পরিকল্পনার কথা জানতে পেরেছি। তারা আমাকে হত্যার জন্য অর্থের বিনিময়ে ভাড়াটে খুনী ঠিক করেছে। খুনের টাকাও অগ্রিম দেয়া হয়ে গেছে। সেই ভাড়াটে খুনীরা আমার বাড়ি ঘরদোর রেইকিও করে গেছে। কিন্তু আমি ভয় পাই না। যারা রাজনীতি ময়দানে লড়তে ভয় পায় তারাই এই খুনের ষড়যন্ত্রে লিপ্ত। এদের প্রথম কাজ চরিত্রহনন করা। তারপর খুনের চেষ্টা করা। আমাকে খুন করতে যে খুনী ভাড়া করা হয়েছে সে কথা আমি আগেই জেনেছি। প্রকাশ্যে কখনও কাউকে সে কথা বলিনি। আমার পরিবারের লোকজনও জানে না। পুলিশ আমাকে বারবার বাড়ি বদলাতে বলেছে। আমি রাজি হইনি। মরতে আমি ভয় পাই না। আমি সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। শেষদিন পর্যন্ত এভাবেই কাজ করে যাব। অতীতেও আমাকে খুনের চেষ্টা হয়েছে। মরতে মরতে বেঁচে ফিরেছি। যারা ভাবছে আমাকে খুন করলেই তৃণমূল কংগ্রেস দলটা শেষ হয়ে যাবে তারা ভুল করছে। আমি বাস্তববাদী।
×