ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যারিও মার্কলের বিয়ের দিন সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ মে ২০১৮

হ্যারিও মার্কলের বিয়ের দিন সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে

ব্রিটেনের প্রিন্স হ্যারি মার্কিন অভিনেত্রী মেগান মার্কলকে আগামী শনিবার বিয়ে করছেন। ব্রিটিশ রাজকীয় তারুণ্য ও হলিউডের গ্ল্যামারের মিলনে উইন্ডসর প্রাসাদ আরও একবার আনন্দে ঝলমলে হয়ে উঠবে। হ্যারি রানী এলিজাবেথের নাতি এবং রাজ সিংহাসনে ষষ্ঠ উত্তরাধিকারী। অন্যদিকে মার্কিন টিভি নাটক ‘সুইটসে’র তারকা মার্কল উইন্ডসর প্রাসাদে এদিন আনুষ্ঠানিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। প্রাসাদটি এক হাজার বছরের বেশি সময় ধরে ব্রিটিশ রাজ পরিবারের ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। ইয়াহু নিউজ। হ্যারির বিয়ে অনুষ্ঠানে রাজ পরিবারের সিনিয়র সদস্যদের পাশাপাশি সেলিব্রেটিদের সঙ্গে রানী সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে সংবাদ কভার করার জন্য বিভিন্ন দেশ থেকে হাজার হাজার সাংবাদিক উইন্ডসর শহরে যেতে শুরু করেছেন। হ্যারির পিতা প্রিন্স চার্লস গত সপ্তাহে ফ্রান্স একটি সফরকালে বলেন, ‘এটি এক চমৎকার ঘটনা, আশা করি সবার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’ ৩৩ বছর বয়সী হ্যারি ২০১৬ সালের জুলাই মাসে ৩৬ বছর বয়সী মার্কলের সঙ্গে পরিচিত হন। হ্যারির বন্ধুরাই দুজনের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। দুজনের মধ্যে আগে জানাশোনা ছিল না, তারা একে অপরের নামও খুব একটা শোনেনি বলে পরে জানিয়েছিলেন। হ্যারি একজন সাবেক সেনা সদস্য। এটি ছিল প্রথম দর্শনে ভালবাসা। মাত্র দুবার ডেট করার পর এই যুগল হলিডে করতে যান আফ্রিকান দেশ বতসোয়ানায়। হ্যারি গত নবেম্বরে এক সাক্ষাতকারে বলেন, ‘আমি অবিশ্বাস্য দ্রুত সময়ের মধ্যে মেগানের প্রেমে পড়ি। সুন্দরী মেয়েটি আমার জীবন পাল্টে দিয়েছে। লন্ডনের পশ্চিমে অবস্থিত ছোট শহরের উইন্ডসরের সেন্ট গ্রেগস চ্যাপেলে শনিবারের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় দুর্গ যেখানে এখনও মানুষ বসবাস করে। রানীর পিতা ষষ্ঠ জর্জ এবং অষ্টম হেনরিসহ ১০ জন সাবেক রাজার দেহাবশেষ ওই চ্যাপেলে রয়েছে। বিভিন্ন দেশের ৪০ জন রাজ পরিবারের সদস্য বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। সাধারণ রাজ পরিবারের সদস্যদের বিয়ে সাধারণ মানুষের সঙ্গে হয় না, তবে মার্কলের কাহিনীটি অন্যরকম। তিনি একজন তালাকপ্রাপ্ত, তার পিতা একজন আফ্রিকান আমেরিকান এবং তিনি নিজে একজন শোবিজ তারকা। এসব দিক বিবেচনা করলে এ বিয়েকে ব্যতিক্রমধর্মী বলতে হয়।
×