ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়াবা জব্দ ঘটনায় পাঁচ পুলিশ ক্লোজড

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ মে ২০১৮

ইয়াবা জব্দ ঘটনায় পাঁচ পুলিশ ক্লোজড

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১২ মে ॥ সীতাকু-ে মরণনেশা ইয়াবার একটি বড় চালান ধরে আসামি ছেড়ে দেয়ার ঘটনায় বার আউলিয়া হাইওয়ে থানার দুই এসআই ও তিন পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে পাঠানো হয়েছে। গত শনিবার সকালে উপজেলার বার আউলিয়া পুলিশ ফাঁড়ি থেকে এই ৫ পুলিশকে প্রত্যাহার করে জেল পুলিশ লাইনে নিয়ে যায় বলে বিষয়টি নিশ্চিত করেন বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব। ক্লোজ হওয়া সদস্যরা হলেনÑ এসআই মহিউদ্দিন, এসআই আদম আলী, পুলিশ সদস্য মামুন, ইমাম হোসেন ও মোস্তফা। জানা যায়, গত সোমবার বিকেলে বার আউলিয়া হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যর একটি পুলিশ দল মহাসড়কের সোনাইছড়ি ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গাড়ি তল্লাশিকালে ৬৬ লাখ টাকা মূল্যের ২১ হাজার ৮শ’ ইয়াবাসহ আসামিকে আটক করে। আটককৃত আসামি গাজীপুর সদর থানার বারান্ডা গ্রামের তসলিম উদ্দিন খন্দকারের পুত্র মোঃ মোস্তাকিম (৩৬)। পরে হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আসামিকে ছেড়ে দিয়ে ২১ হাজার ৮ ইয়াবা জব্দ করেন। কিন্তু আগে থেকে গোয়েন্দা সংস্থার একটি টিম মোস্তাকিমকে ইয়াবা চালান নিয়ে রওনা দেয়ার পর থেকে পর্যবেক্ষণ করছিলেন। এরই সূত্র ধরে ঢাকায় বাসে তল্লাশি করে আসামি মোস্তাকিমের সঙ্গে ইয়াবা না পাওয়ায় সন্দেহ হলে গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ পরবর্তী সে স্বীকার করে তার সঙ্গে ইয়াবা ছিল, কিন্তু সেগুলো বার আউলিয়া হাইওয়ে পুলিশ নিয়ে তাকে ছেড়ে দেয়। এরপর আসামি মোস্তাকিমকে সঙ্গে নিয়ে একই দিন রাতে কুমিল্লা হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, হাইওয়ে এসপি মোঃ নজরুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসে দায়িত্বে থাকা এসআই মহিউদ্দিন, এসআই আদম আলীসহ ৫ অভিযুক্তকে শনাক্ত করেন।
×