ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ মে ২০১৮

ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবিগঞ্জে বিচার বিভাগীয় সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১২ মে ॥ বিচারপ্রার্থী মানুষের সেবা সুনিশ্চিত কল্পে আইনের যথাযথ প্রয়োগ ও দায়িত্ব পালনে স্ব স্ব পদের সদ ব্যবহারের ওপর গুরুত্বারোপ এমন মনোভাব নিয়ে প্রতি বছরের ন্যায় এবারও হবিগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা ও দায়রা জজ আদালত বিচার বিভাগীয় সম্মেলন-২০১৮। শনিবার সকাল ১০টা থেকে সংশ্লিস্ট আদালত কার্যালয়ের সভা কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিজ্ঞ বিচারক জিয়া উদ্দিন মাহমুদ, একই ট্রাইব্যুনাল-৩ এর বিজ্ঞ বিচারক মোঃ আলিমুল্লাহ চৌধুরী, এসপি বিধান ত্রিপুরা পিপিএম বার, যুগ্ম জেলা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিজ্ঞ বিচারক মোঃ আব্দুর রহিমসহ ৩৭ কর্মকর্তা। সম্মেলনে জেলা ও দায়রা জজ বলেন, পুলিশ অনেক সময় মামলা দিয়ে মূল বিষয়টিকে তুলে ধরেন না। যার কারণে বিচারকগণ বিচারকালে দ্বিধায় পড়তে হয়। তিনি পুলিশের প্রতি আহ্বান জানান, মামলায় পুলিশ যাতে সঠিকভাবে বিষয় তুলে ধরেন।
×