ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুজিবনগর সরকারের অর্থ উপদেষ্টা একে চৌধুরী আর নেই

প্রকাশিত: ০৬:৩২, ১৩ মে ২০১৮

মুজিবনগর সরকারের অর্থ উপদেষ্টা একে চৌধুরী আর নেই

বীর মুক্তিযোদ্ধা ও অন্তর্বর্তীকালীন মুজিবনগর সরকারের অর্থ উপদেষ্টা, দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রতিষ্ঠাতা কাউন্সিল মেম্বার এবং প্রাক্তন সভাপতি, ম্যানেজিং পার্টনার হুদা ভাসি চৌধুরী এ্যান্ড কোং, চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস একে চৌধুরী এফসিএ শনিবার ঢাকার এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মরহুম চৌধুরী স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খবর বাসসর। তার জানাজা গুলশান-২ সোসাইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ ফেনীর নিজ গ্রাম গুতুমায় দাফন করার কথা রয়েছে। একে চৌধুরীই একমাত্র বেসরকারী সেক্টর থেকে ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকার এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
×