ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রমজান উপলক্ষে ইউএস-বাংলায় প্যাকেজ ঘোষণা

প্রকাশিত: ০৬:৩২, ১৩ মে ২০১৮

রমজান উপলক্ষে ইউএস-বাংলায় প্যাকেজ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজান মাসে কক্সবাজার ও থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে পর্যটকদের জন্য আকর্ষণীয় হলিডে প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলা। স্বল্প খরচে দেশ বিদেশকে দেখার ও জানার এই সুযোগ গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স এর মুখপাত্র কামরুল ইসলাম জানান, রমজান মাসে পাহাড় আর সমুদ্রের অপূর্ব সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার জন্য খরচ হবে নূন্যতম ১০ হাজার ৯৯০ টাকা। যাতে থাকবে কক্সবাজারে আন্তর্জাতিকমানের পাঁচ তারকা হোটেলে দুই রাত তিনদিন থাকা, ঢাকা-কক্সবাজার-ঢাকা যাতায়াতের সকল প্রকার ট্যাক্সসহ এয়ার টিকেট, এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট যাতায়াত, সকালের নাস্তাসহ আরও নানাবিধ সুবিধা। অন্যদিকে আধুনিক পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম থাইল্যান্ডের ব্যাংকক, পাতায়া কিংবা ফুকেট কম খরচে ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিজনের জন্য দুই রাত তিনদিনের প্যাকেজে খরচ হবে ২২ হাজার ৯৯০ টাকা।
×