ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগ সম্মেলন শেষ, দু’এক দিনের মধ্যে নতুন নেতৃত্ব

প্রকাশিত: ০৬:৩১, ১৩ মে ২০১৮

ছাত্রলীগ সম্মেলন শেষ, দু’এক দিনের মধ্যে নতুন নেতৃত্ব

বিশেষ প্রতিনিধি ॥ নতুন নেতৃত্বে নাম ঘোষণা ছাড়াই শেষ হয়েছে ছাত্রলীগের জাতীয় সম্মেলন। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন বর্তমান কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ। ছাত্রলীগের সাংগঠনিক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই-একদিনের মধ্যে সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করবেন এমন কথাও জানান তিনি। সংগঠনের শীর্ষ পদে কারা আসতে পারে তা দেখার জন্য সবাই গণভবনের দিকে তাকিয়ে আছে। সম্মেলনের দ্বিতীয় দিন সকাল থেকেই সারাদেশ থেকে আগত ছাত্রলীগ নেতারা জড়ো হতে থাকেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। সকলের মুখে মুখে একই প্রশ্ন কে হচ্ছেন তাদের পরবর্তী নেতা। সূত্র জানায়, দ্বিতীয় অধিবেশনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা নতুন নেতৃত্ব বাছাই করে একটি তালিকা করেন। সেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও। শনিবার দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের বিরতির পর ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব গণভবনে গিয়ে একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য দুই রাত ঘুমাতে না পারার কথা জানিয়ে প্রধানমন্ত্রী তালিকা রেখে যেতে বলেছেন। সেই তালিকা যাচাই বাছাই করে আজ-কালের মধ্যে নেতাদের নাম ঘোষণা করবেন বলে তাদের জানিয়েছেন বলে ছাত্রলীগ সূত্রের দাবি। ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের তিন যুগ্ম সম্পাদক, দুই সাংগঠনিক সম্পাদক ও কয়েকজন কেন্দ্রীয় নেতা (সাবেক ছাত্রলীগ) এই সময় উপস্থিত ছিলেন। সকাল থেকেই ছাত্রলীগের একটি অংশ নতুন নেতৃত্ব গঠনে সিন্ডিকেট গঠনের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন দ্বিতীয় অধিবেশন। গণভবন থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে ফিরে এসে দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, প্রার্থীদের তালিকা আমরা আমাদের অভিভাবক জননেত্রী শেখ হাসিনার কাছে জমা দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই দেবেন। এই ঘোষণা দিয়ে তিনি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। আর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত নেতাকর্মীদের জানান, কমিটি জন্য যোগ্যতার ভিত্তিতে কিছু নাম নেত্রীর কাছে জমা দেয়া হয়েছে। শীঘ্রই প্রধানমন্ত্রী আমাদের ছাত্রলীগের নতুন নেতৃত্বের বিষয় আমাদের জানিয়ে দেবেন। হয়তো দু-একদিন সময়ও লাগতে পারে কমিটি ঘোষণা আসতে। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। সেই সিদ্ধান্ত আমরা আপনাদের জানিয়ে দেব। হয় তো বা দুই একদিন দেরি হতে পারে। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগের নেতারা ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আব্দুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, দেলোয়ার হোসেন প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে এক পর্যায়ে স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি আইইবি থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে গত শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে সমঝোতার মাধ্যমে নেতৃত্ব ঠিক করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করেন শেখ হাসিনা। সেখানে তাদের মতামত নেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পছন্দের প্রার্থীদের নামও জানাতে চান তিনি। সবার নামের তালিকা তার কাছে আছে জানিয়ে তিনি যাচাই বছাই করে নাম ঘোষণা করবেন বলেও জানান শেখ হাসিনা। একই সঙ্গে শনিবারের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে আলাপ আলোচনা করে তালিকা করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুয়ায়ী কেন্দ্রীয় নেতাদের অনেকেই দ্বিতীয় অধিবেশনের প্রথম সেশনে উপস্থিত থাকতে দেখা গেছে।
×