ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাত্রীদের দুর্ভোগ ॥ পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেই

যানজটে তিনদিন ধরে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

প্রকাশিত: ০৬:৩০, ১৩ মে ২০১৮

যানজটে তিনদিন ধরে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

স্টাফ রিপোর্টার ॥ তিন দিন ধরে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সময় যাচ্ছে বাড়ছে যানজটের মাত্রা। পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী দুর্ভোগ। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে পাঁচ থেকে ছয় ঘণ্টা। কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা, মেঘনা ব্রিজ ও ফেনীর রেলক্রসিং এলাকায় ওভারপাসের কারণে পুরো সড়কে যানজট দেখা দিয়েছে। যাত্রী ও চালকদের অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ নেই। মীর শাহ আলম, কুমিল্লা থেকে জানান, দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ২৬৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা, মেঘনা ব্রিজ ও ফেনীর রেলক্রসিং এলাকা এখন যানজটের কারণে যানবাহন ও যাত্রী সাধারণের কাছে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। ওই তিনটি এলাকায় প্রায়ই ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত তীব্র যানজটের কবলে পড়ে ঢাকা-চট্টগ্রাম পথে ৫-৬ ঘণ্টার পথ পাড়ি দিতে কখনও কখনও ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লেগে যায়। এ দীর্ঘ সময়ে যানজটে পড়ে যাত্রী, এ্যাম্বুলেন্সের রোগীকে যেমন দুর্ভোগে পড়তে হয় তেমনি পণ্য পরিবহন ব্যয়ও বেড়ে যায় অনেকটা দ্বিগুণ হারে। অনেক সময় দুর্ভোগ থেকে বাঁচতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখের যানবাহনকে মেঘনা ব্রিজ ও দাউদকান্দি টোলপ্লাজা অতিক্রমের পর ফেনীর রেলক্রসিংয়ের তীব্র যানজট এড়াতে কুমিল্লার পদুয়ার বাজার থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক সড়ক হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিকল্প পথে ঘুরে ফেনীর মহিপাল হয়ে চট্টগ্রাম পৌঁছাতে দেখা যায়। এছাড়া দুর্ভোগ এড়াতে রেলপথে যাত্রী ভ্রমণ বাড়ছে। এদিকে আসন্ন রমজান মাস ও ঈদকে সামনে রেখে ওই তিনটি স্থানের যানজটকে ঘিরে মহাসড়কে দুর্ভোগ আরও তীব্রতর হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন যাত্রীবাহী বাস ও পণ্য পরিবহনের চালক ও যাত্রীরা। সরেজমিন ঘুরে যানবাহনের চালক-যাত্রী, স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম যাতায়াতের পথে কাচপুর ব্রিজ অতিক্রম করে প্রথমেই দুর্ভোগে পড়তে হয় মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। এরপরই মেঘনা টোলপ্লাজায় টোল গ্রহণে ধীরগতির কারণে মেঘনা সেতুর দু’দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সংশ্লিষ্টরা বলছেন কখনও কখনও মুন্সীগঞ্জ জেলার ভবেরচরসহ মেঘনা ব্রিজের দু’দিকে ২০ থেকে ২৫ কিলোমিটার পর্যন্ত যানজট ছড়িয়ে যায়। জানা যায়, মেঘনা ব্রিজের উচ্চতা বেশি হওয়ায় পণ্যবাহী ভারী যানবাহন ধীরগতিতে ওই ব্রিজ পাড়ি দিতে গিয়ে যানজটের সৃষ্টি হয়। আবার কখনও কখনও মেঘনা ব্রিজের উপরই যানবাহন বিকল হয়ে পড়লে যানজট তীব্র আকার ধারণ করে। মেঘনা ব্রিজ পার হওয়ার পরই কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজায় ঢাকা অভিমুখী ভারি যানবাহনের ওজন পরিমাপে ধীরগতির জন্য এ এলাকায় প্রায়ই ১০-১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এছাড়াও হাইওয়ে ও থানা পুলিশের চেকিং বাণিজ্যের কারণে যানবাহনের গতি কমে গিয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়ে থাকে। এ সময় বিভিন্ন স্থানে যানজটে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। দাউদকান্দি পেরিয়ে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস এলাকায় পৌঁছার পর যানজটের দুর্ভোগ এড়াতে চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহনকে লাকসাম-নোয়াখালী হয়ে ফেনীর মহিপাল দিয়ে চট্টগ্রাম যেতে দেখা যায়। এসময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় আবারও ভোগান্তির শিকার হতে হয়। ফেনীর দু’ পাশে প্রায় ৮০ কিলোমিটার যানজট ॥ নিজস্ব সংবাদদাতা ফেনী, ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দু’পাশে প্রায় ৮০ কিলোমিটার যানজট। যাত্রী আর চালকদের ভোগান্তি চরমে উঠেছে। যানজটের অভিযোগে নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য রয়েছে। সীতাকু-ে দিনভর দুর্ভোগ ॥ নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড থেকে জানান, চট্টগ্রামের সীতাকু- মহাসড়কে টানা যানজটে বেপরোয়া হয়ে পড়েছে অস্থির গাড়িচালকরা। শনিবার সকালে উপজেলার জোড়ামতল এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে বেপরোয়া গাড়ির চাপায় পড়ে রেজাউল করিম (২৭) নামে এক আনসার সদস্য নিহত হন। নিহত আনসার সদস্য পাবনা জেলার আটঘরিয়া এলাকার ফজলুল হকের পুত্র ও একটি বেসরকারী প্রতিষ্ঠানে আনসার সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন।
×