ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ মে ২০১৮

পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর জিলা স্কুলের ৪৩ শিক্ষককে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পরিচয়ে হত্যার হুমকির দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাঁদার দাবিতে এ হুমকি দেয়ার পর থেকে আতঙ্কে রয়েছেন শিক্ষকরা। শনিবার শিক্ষকরা প্রধান শিক্ষককে জানালে তিনি এ হুমকির বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেন। এ ঘটনায় একজন শিক্ষক থানায় জিডিও করেছেন। যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন। এদিন সকাল পৌনে ১০টার দিকে জয়েন্ট সেক্রেটারি মাধ্যমিক পরিচয়ে ০১৬৩২৩৭৫৯৩০ নম্বর থেকে তার কাছে একজন ফোন করে স্কুলের বিষয়ে কথা বলতে চান। ছুটিতে আছেন জানালে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মোবাইল নম্বর দিতে বলেন। তিনি ওই ব্যক্তিকে মোবাইল নম্বর ম্যাসেজ করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ বিষয়ে অবহিত করেন। এরপর ওই ব্যক্তি একই পরিচয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ফোন দিয়ে শিক্ষকদের মোবাইল নম্বর ও বেতনের তথ্য নেন। প্রধান শিক্ষক জানান, এরপর শুক্রবার সকালে সহকারী শিক্ষক নজরুল ইসলাম খান প্রথম জানান যে চাঁদার দাবিতে তাকে হুমকি দেয়া হয়েছে। এরপর অন্যান্যও শিক্ষক বিষয়টি তাকে অবহিত করেন। শনিবার সকালে শিক্ষকরা স্কুলে এলে জানতে পারেন ০১৬৪০৮৯৩৮৫৫ ও ০১৯০২৪১৫৬৭৬ নম্বর থেকে মোট ৪৩ শিক্ষককে হুমকি দেয়া হয়েছে। স্কুলের সভাপতি জেলা প্রশাসককে বিষয়টি জানান। যশোর কোতোয়ালি থানার ওসি কেএম আজমল হুদা জানিয়েছেন, জিলা স্কুলের শিক্ষকদের হুমকির ব্যাপারে থানায় জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
×