ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিভাসুকে গবেষণার মডেল হিসেবে দেখতে চাই ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:২৪, ১৩ মে ২০১৮

সিভাসুকে গবেষণার মডেল হিসেবে  দেখতে চাই ॥ শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) দু’দিনব্যাপী আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শনিবার শুরু হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ইতোমধ্যে গবেষণা ও উদ্ভাবনী কাজের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয় দেশের অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। সিভাসুকে আমরা গবেষণা ভিত্তিক একটি মডেল বিশ^বিদ্যালয় হিসেবে দেখতে চাই। শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য নতুন প্রজন্মকে আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নদর্শী নেতৃত্বের মাধ্যমে আমরা শিক্ষাখাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। শিক্ষাখাতে গুণগত পরিবর্তন আনা এখন আমাদের প্রধানতম চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি এবং ধীরে ধীরে এর ফল পাচ্ছি। আমরা দেশের এ অংশে সিভাসুকে একটি মডেল গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই।
×