ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে যৌতুকের জন্য গৃহবধূকে গলাটিপে হত্যা

প্রকাশিত: ০৫:২৩, ১৩ মে ২০১৮

ঈশ্বরদীতে যৌতুকের   জন্য গৃহবধূকে  গলাটিপে হত্যা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর পাকশীতে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে পাষ- স্বামী শহিদুল ইসলাম বাচা। শুক্রবার সন্ধ্যায় পাকশী বেলতলা কলোনিতে এ হত্যাকা- হয়েছে। পুলিশ জানায়, দেড় বছর আগে পাকশী বেলতলা কলোনির মৃত দাউদ আলী সরদারের ছেলে শহিদুল ইসলাম বাচার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে বাচার যৌতুকের টাকাসহ নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। এ অবস্থায় গত বৃহস্পতিবার সকালে শ্যামলীকে যৌতুকের ৫০ হাজার টাকা আনার জন্য তার বাবার বাড়ি বাঁশেরবাদায় পাঠানো হয়। আবার শুক্রবার সন্ধ্যার আগে শ্যামলী তার দু’ফুফাত ভাইকে নিয়ে বাবার বাড়ি থেকে ভ্যানযোগে পাকশী বেলতলা কলোনির স্বামীর বাড়িতে আসে। এ সময় স্বামী বাচা ছুটে এসে বাড়ির বাইরে ভ্যানের ওপর থাকা স্ত্রী শ্যামলীকে (২১) গলাটিপে হত্যার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন ও শ্যামলীর ভাইয়েরা তাকে দ্রুত ঈশ্বরদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ফতুল্লায় নারীর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চর কাশিপুর থেকে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, ভোরে চর কাশিপুরের একটি ডোবায় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার পরিদর্শক গোলাম মোস্তফা জানান, উদ্ধারকৃত লাশের কপালে সিঁদুর পরা ছিল।
×