ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রৌমারীতে প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২১, ১৩ মে ২০১৮

রৌমারীতে প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চলতি বছরে ডিগ্রী প্রথম বর্ষের পরীক্ষায় অধ্যক্ষের গাফলতির কারণে প্রবেশপত্র না পাওয়ায় ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছেন না। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী ডিগ্রী কলেজে। এ ব্যাপারে কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। জানা যায়, শিক্ষাবোর্ডের নির্ধারিত বোর্ড ফির অতিরিক্ত টাকা নিয়ে রৌমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সামিউল ইসলাম জীবন ডিগ্রী পরীক্ষার ফরম পূরণ করে নেয়। শনিবার ডিগ্রীর প্রথম বর্ষের বাণিজ্যিক বিভাগের বাংলা পরীক্ষা ছিল। পরীক্ষার্থীরা প্রবেশপত্র নেয়ার জন্য অধ্যক্ষের কাছে আসলে জানতে পারেন তাদের ২৩ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। ডিগ্রী পরীক্ষার্থী রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, আমাদের জীবনের বড় ধরনের ক্ষতি করল অধ্যক্ষ।
×