ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জলাতঙ্ক প্রতিরোধক প্রদান

প্রকাশিত: ০৫:১৯, ১৩ মে ২০১৮

জলাতঙ্ক প্রতিরোধক প্রদান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর প্রায় দুই শতাধিক কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া হয়েছে। শুক্রবার ও শনিবার সকাল থেকে শহরের বিভিন্নস্থানে ঘুরে বেড়ানো কুকুরদের এ টিকা দেয়া হয়। ইকো সেভার্স ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডাঃ রবিউল ইসলাম। টিকাদানের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কুকুর ভীতি কমাতে লিফলেট বিতরণ ও কুকুরের কামড় দিলে করণীয় সম্পর্কে অবগত করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিঠু জানান, দেশের অন্য এলাকার মতো বরিশাল শহরে কুকুর ভীতি রয়েছে মানুষের মনে। জলাতঙ্ক রোগের টিকা দিলে এই কুকুর মানুষকে কামড়ালেও জলাতঙ্ক হবে না বা ওই কুকুর থেকে অন্য কুকুরেও ভাইরাস ছড়াবে না।
×