ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে হাওড়ের চলমান সমস্যা নিয়ে মানববন্ধন

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৮

সুনামগঞ্জে হাওড়ের চলমান সমস্যা নিয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ১২ মে ॥ সুনামগঞ্জে হাওড়ের চলমান সমস্যা নিয়ে ‘হাড়র বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকাল ১১ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন ‘হাওড় বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের’ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খছরু, উপদেষ্টা বিকাশ রঞ্জন চৌধুরী, রমেন্দ্র কুমার দে, সহ সভাপতি সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নির্মল ভট্টাচার্য্য, এমরানুল হক চৌধুরী, এ কে কুদরত পাশা, জনসংযোগ বিষয়ক সম্পাদক শহীদ নুর আহমদ, প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলায় অনতি বিলম্বে হয়রানি মুক্তভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করতে হবে। মেশিন দিয়ে হাওড় রক্ষা বাঁধ নির্মাণ করে শ্রমিকের বিল দেখিয়ে রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পাঁয়তারা বন্ধ করতে হবে।
×