ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধে ভাঙ্গন

প্রকাশিত: ০৫:১৭, ১৩ মে ২০১৮

নেত্রকোনায় ফসল  রক্ষা বাঁধে  ভাঙ্গন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ মে ॥ কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের মান্দাউড়া বিলের ফসল রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে। এতে ওই বিলের অন্তত ৫০ হেক্টর ফসলি জমির ধান ডুবে গেছে। ডুবে যাওয়া ধান কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন এলাকার কৃষকরা। জানা গেছে, শুক্রবার ওই বাঁধটিতে ভাঙ্গন দেখা দেয়। সন্ধ্যার পর ভাঙ্গন বড় হয়ে জমিতে পানি ঢুকতে শুরু করে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই বিলে ১শ’ ৫০ হেক্টরের মতো জমি রয়েছে। এর মধ্যে অন্তত ৮০ ভাগ জমির ধান ইতোমধ্যে কাটা হয়ে গেছে। প্রায় ২৫ হেক্টরের মতো জমিতে পানি ঢুকেছে। তবে স্থানীয় কৃষকরা জানান, ডুবে যাওয়া জমির পরিমাণ আরও বেশি হবে। কৃষকরা ডুবে যাওয়া ধান কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। তবে এলাকায় ধান কাটার শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এদিকে ওই উপজেলার পাঠানপাড়া বেড়িবাঁধ এবং উপজেলার সবচেয়ে বড় যাত্রাবাড়ী ঢালার বাঁধটিও হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বাঁধগুলো টিকিয়ে রাখার চেষ্টা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
×