ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লাক্স-চ্যানেল আই সেরা সুন্দরী মিম মানতাশা

প্রকাশিত: ০৮:৩৪, ১২ মে ২০১৮

লাক্স-চ্যানেল আই সেরা সুন্দরী মিম মানতাশা

গৌতম পান্ডে ॥ শুধুমাত্র সুন্দর মুখ নয়, একটি মেয়ে আরও অনেক কিছু। প্রতিভা, আত্মবিশ্বাস, দৃঢ়তা, পরিশ্রমী, প্রত্যয় সবকিছু নিয়েই একটি মেয়ে। দেখা-অদেখা সবটা মিলেই সে হয়ে ওঠে অনন্যা। আর সেই অনন্যা অনুসন্ধ্যানের লক্ষ্যে ‘চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার’ প্রতিযোগিতা। পুরো দেশের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন জানার জন্যে কে হবেন এ বছরের লাক্স সুপার স্টার। কখন ঘোষিত হবে সেই কাক্সিক্ষত নাম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ প্রতিযোগিতার নবম আসরের সমাপ্তি ঘটল শুক্রবার রাতে। এবারের আসরে সেরা মুকুটটি ছিনিয়ে নিলেন মিম মানতাশা। প্রতিযোগিতার কঠিন সব ধাপ পেরিয়ে এসে বিচারক ও দর্শকের ভোটের পাশাপাশি সামগ্রিক পারফরমেন্সের বিচারে এবারের আসরের সেরার মুকুট পরলেন তিনি। পুরস্কার হিসেবে তিনি পান ৫ লাখ টাকার চেক এবং একটি ব্র্যান্ড নিউ গাড়ি। এ ছাড়াও তিনি লাক্স প্রযোজিত নাটকে অভিনয়ের সুযোগ পাবেন। প্রথম রানার আপ হয়েছেন সারওয়াত আজাদ বৃষ্টি, দ্বিতীয় রানার আপ হয়েছেন সামিয়া আক্তার অথৈ। তারা যথাক্রমে পান চার লাখ ও তিন লাখ টাকা। তাদের হাতে পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনে হয়ে গেল ‘লাক্স চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপার স্টার-২০১৮’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। তারকাদের নাচ, গান, বর্ণাঢ্য ফ্যাশন শোসহ বিচিত্র ধারার বিনোদন ছিল লাক্স ও চ্যানেল আইয়ের যৌথ এ আয়োজনে। অগ্নিপরীক্ষার মঞ্চে এবারের প্রতিযোগিতায় প্রধান তিন বিচারক সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভর সঙ্গে বিশেষ বিচারক হিসেবে প্যানেলে আসেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ প্রতিপাদ্যে মঞ্চে নানা ক্যাটাগরিতে পারফর্ম করেন সেরা পাঁচ প্রতিযোগী। তাদের ভেতর থেকে সেরা নির্বাচিত হয়েছেন মিম মানতাশা। অনুষ্ঠানের শুরুতে শীর্ষ পাঁচ প্রতিযোগী সামিয়া অথৈ, মিম মানতাশা, সারওয়াত আজাদ বৃষ্টি, ইশরাত জাহিন ও নাবিলা আফরোজকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এরপর এবারের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার টাইটেল ট্র্যাক ‘তুমি অদম্য, অজেয়’- গানের সঙ্গে পারফর্ম করেন তারা। পরে সাদিয়া ইসলাম মৌ, তাহসান খান ও আরিফিন শুভ তিনটি মিউজিক্যাল কোরিওগ্রাফির সঙ্গে পারফর্ম করেন। তাহসান খান নিজের গানের সঙ্গে পারফর্ম করেন, পরে মৌ ও তার দলের কোরিওগ্রাফিতে নারী শক্তির জাগরণের কথা ফুটে ওঠে। আকাশ ছোঁয়ার স্বপ্নে প্রতিযোগীরা প্রতিটি পর্যায়ে নিজেকে সেরা প্রমাণ করার চেষ্টা করেছেন। প্রতিযোগিতার নবম এ আসরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এ বছরের ৩ জানুয়ারি থেকে। সারাদেশ থেকে অংশ নেয়া হাজারো প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করে নেয়া হয় সেরা ৫। গত পাঁচ মাসে ফটোশূট, এ্যাক্টিং, ড্যান্স, মডেলিংসহ বিভিন্ন টাস্কের মাধ্যমে প্রতিযোগীদের ভেতর থেকে বের করে আনা হয়েছে তাদের অদেখা প্রতিভাগুলোকে। তিন মাসের পথপরিক্রমার পর প্রায় ১২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মঞ্চে এসে দাঁড়ায় পাঁচ তরুণী। রূপ, সৌকর্যের লড়াইয়ে চূড়ান্ত আসরে অগ্নিপরীক্ষায় তারা মুখোমুখি হন কঠিন সব প্রশ্নের। আসাদুজ্জামান নূর, আলী যাকের, রুমানা রশিদ ঈশিতা, সাদিয়া ইসলাম মৌদের কঠিন সব প্রশ্নের মুখোমুখি হতেই কিছুটা নার্ভাস হন তারা। কঠিন প্রশ্নের উত্তরে প্রসন্ন হতে দেখা যায়নি ছয় বিচারকের কাউকে। এর আগে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিলিভার বাংলাদেশের পার্সোনাল কেয়ার বিভাগের পরিচালক নাফিস আনোয়ার। প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই।
×