ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুযোগ পাচ্ছেন স্মিথ-ওয়ার্নার

প্রকাশিত: ০৬:১৮, ১২ মে ২০১৮

সুযোগ পাচ্ছেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ার মাটিতে ক্লাব ক্রিকেট খেলতে দেখা যাবে। তবে নিষিদ্ধ হওয়া অপর খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফটকে অপেক্ষা করতে হবে। নিউ সাউথ ওয়েলস এ্যাসোসিয়েশনের (এসএসডব্লিউসিএ) এক সিদ্ধান্তে আবারো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার সম্ভাবনা সৃষ্টি হয়েছে স্মিথ ও ওয়ার্নারের জন্য। প্রাদেশিক এ ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে এই মৌসুমে তাদের (স্মিথ, ওয়ার্নার) ক্লাব ক্রিকেট খেলা বন্ধ রাখা হবে না। অন্যদিকে এ বছর পার্থে ক্লাবের হয়ে খেলতে হলে নিষিদ্ধ আরেক ক্রিকেটার ব্যানক্রফটের ব্যাপারে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ডিস্ট্রিক্ট কাউন্সিলের (ডব্লিউএডিসিসি) পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দরকার। গত দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বহুল আলোচিত বল টেম্পারিংয়ের ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে তারা ক্লাব ক্রিকেট খেলতে পারবেন। এসএসডব্লিউসিএ এবং ডব্লিউএডিসিসি উভয় সংস্থার নিয়ম অনুযায়ী সিএÑ কর্তৃক নিষিদ্ধ হওয়া খেলোয়াড়রা স্বাভাবিক নিয়মেই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে খেলতে পারবেন না। তবে স্মিথ ও ওয়ার্নার উপযুক্ত ও ক্লাব ক্রিকেট খেলতে উৎসাহী হওয়ায় তাদের খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এসএসডব্লিউসিএ। বিষয়টি তারা এরই মধ্যে সিএকে জানিয়ে দিয়েছে। এদিকে ব্যানক্রফটকে একই সুযোগ দিতে আগামী সোমবার শীর্ষ ক্লাবগুলোর বৈঠক ডেকেছে ডব্লিউডিসিসি। স্মিথ এবং ওয়ার্নারের ক্লাব ইতোমধ্যেই তাদের তারকা খেলোয়াড়দের সমর্থনে এগিয়ে এসেছে। তবে এরা কেউই এ বছর ক্লাব দলের অধিনায়কত্ব করতে পারবেন না বলে জানা গেছে। স্মিথকে এক সময় অস্ট্রেলীয়দের ক্রিকেট দেবতা স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো। বর্তমান সময়ে দেশটির পতাকাবাহক হিসেবেও সবার আগে ছিল তার নাম। কিন্তু একটা ঘটনাতেই চূর্ণ হয়ে গেল তাকে ঘিরে থাকা সম্মানের বলয়। এক মুহূর্তে বিশ্বনন্দিত থেকে বিশ্বনিন্দিত স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে সতীর্থ ক্যামেরন ব্যানক্রফটের বল টেম্পারিংয়ের দায় স্বীকার করে নিজে ডুবেছেন, ডুবিয়েছেন কুলিন অস্ট্রেলিয়ার ক্রিকেটকেও। খোদ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী এটিকে ক্রিকেট, দেশ ও জাতির জন্য লজ্জাজনক বলে উল্লেখ করার কয়েক ঘণ্টার মধ্যে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন স্মিথ। সহ-অধিনায়কত্ব হারান ডেভিড ওয়ার্নারও। পরে সিএ তাদের এক বছরের জন্য নিষিদ্ধ করে। অবশ্য শাস্তিটা বেশিই হয়ে গেছে বলে অনেক সাবেক তারকা এখন তাদের সহানুভূতি জানাচ্ছেন। কিছুটা নমনীয় ক্রিকেট অস্ট্রেলিয়াও দুই তারকার বিষয়ে নতুন করে ভাবতে শুরু করেছে।
×