ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সাকিব হায়দরাবাদের অধিনায়ক হওয়ার যোগ্য’

প্রকাশিত: ০৬:১৪, ১২ মে ২০১৮

‘সাকিব হায়দরাবাদের অধিনায়ক হওয়ার যোগ্য’

স্পোর্টস রিপোর্টার ॥ বল টেম্পারিং ইস্যুতে ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএলে) নিজের নতুন ঠিকনা সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান। ওই খবরের অবশ্য কোন সত্যতা ছিল না। আরেক ভিনদেশী কেন উইলিয়াসনের হাতে নেতৃত্বভার তুলে দেয় সানরাইজার্স কর্তৃপক্ষ। দুর্দান্ত প্রতাবে সবার আগে শেষ চার নিশ্চিত করেছে দলটি। ব্যাটে-বলে দারুণ খেলছেন সাকিবও। হায়দরাবাদকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা টাইগার অলরাউন্ডারের ভালমতো আছে বলেই জানিয়েছেন ফ্র্যঞ্চাইজিটির মেন্টর ও ভারতীয় গ্রেট ভিভিএস লক্ষ্মণ, ‘ডেভিড ওয়ার্নারকে পাওয়া যাবে না, এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম না। তবে আমরা বিষয়টি সামলাতে সক্ষম হয়েছি। ভাগ্য ভাল আমাদের দলে উইলিয়ামসন, সাকিব ও ধাওয়ানের মতো নেতাসুলভ ক্রিকেটার রয়েছে।’ লক্ষ্মণ আরও বলেন, ‘ওয়ার্নার অধিনায়ক থাকাকালেও সবাই কেনকে (কেন উইলিয়ামসন) সম্মান করত। এমনকি সাকিবও। সে নিজেও একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক। সুতরাং সাকিবকে অন্তর্ভুক্ত করার পর আমাদের হাতে অনেক অপশন ছিল।’ উল্লেখ্য, চলতি মৌসুমে ১১ ম্যাচে মাঠে নেমে ৮ ইনিংস ব্যাট করে ১৫৮ রান করেছেন সাকিব। আর বল হাতে গুরুত্বপূর্ণ ১২ উইকেট নিয়ে হায়দরাবাদকে সবার আগে প্লে-অফে তুলতে অগ্রণী ভূমিকায় ছিলেন টাইগার অলরাউন্ডার। ওদিকে ব্যক্তিগতভাবে আইপিলে সময়টা ভাল যাচ্ছে না আরেক বাংলাদেশী মুস্তাফিজুর রহমানের। নতুন দল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ছয়টি ম্যাচেই বল হাতে ভাল করেন তিনি। কিন্তু ক্রমাগত দলের হারে বাদ পড়েন মুস্তাফিজ। তাকে বাইরে রেখেই একের পর এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই। কিন্ত মুস্তাফিজের পরিবর্তে যাদের নেয়া হচ্ছে সেই বেন কাটিং আর জেপি ডুমিনিদের ব্যক্তিগত নৈপুণ্য মোটেই ভাল নয়। এই অবস্থায় কেন মুস্তাফিজকে একাদশে ফেরানো হচ্ছে না, ক্রিকেট বিশ্লেষকদের সেই প্রশ্ন জোরালো হয়ে ওঠে।
×