ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টানা চার ম্যাচ হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৩, ১২ মে ২০১৮

টানা চার ম্যাচ হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এক এক করে টানা চার ওয়ানডে হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৫৪ রানে হারল বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চারটি ম্যাচেই হার হলো। টানা তিন ম্যাচ হেরে সিরিজ হার আগেই নিশ্চিত হয়েছে। সোমবার পঞ্চম ও সিরিজের শেষ ওয়ানডেতে হারলে হোয়াইটওয়াশ হবে রুমানাবাহিনী। শুক্রবার কিম্বার্লিতে চতুর্থ ওয়ানডে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে স্বাগতিক দল টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে দক্ষিণ আফ্রিকা। লিজেল লি ৭০ ও ট্রায়ন ৬০ রান করেন। বল হাতে নাহিদা আক্তার ও জাহানারা আলম ২ উইকেট করে পেয়েছেন। জবাব দিতে নেমে ৩৩.২ ওভারে ৭৬ রান করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ফারজানা হক সর্বোচ্চ ২২ রান করতে পারেন। শামিমা সুলতানা (১৭) ও শারমিন সুলতানা (১১) দুই অঙ্কের ঘরে পৌঁছান। বাকিরা বরাবরের মতই ব্যর্থ হন। দক্ষিণ আফ্রিকায় গিয়ে ভরাডুবি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ব্যাটারদের অবস্থা দুর্বিষহ। কোনভাবেই দক্ষিণ আফ্রিকা বোলারদের সামনে কুলিয়ে উঠতে পারছেন না বাংলাদেশ ব্যাটাররা। আর তাতে করে বড় হার হয়েই চলেছে। প্রথম ওয়ানডেতে ১০৬ রানে হারে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে হারে। তৃতীয় ওয়ানডেতেও একই রকম হার হয়। সিরিজ হার নিশ্চিত হয়েছে। চতুর্থ ওয়ানডেতেও বাজে অবস্থার পুনরাবৃত্তিই হয়েছে। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস ॥ ২৩০/৭; ৫০ ওভার (লি ৭০, ট্রায়ন ৬০; নাহিদা ২/৩৬)। বাংলাদেশ ইনিংস ॥ ৭৬/১০; ৩৩.২ ওভার (ফারজানা ২২, শামিমা ১৭, শারমিন ১১; শাবনিম ২/৮)। ফল ॥ বাংলাদেশ ১৫৪ রানে পরাজিত।
×