ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়তে খুশি নন মরিনহো

প্রকাশিত: ০৬:১২, ১২ মে ২০১৮

দ্বিতীয়তে খুশি নন মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ট্রফি ফসকে গেলেও ইংলিশ প্রিমিয়ার লীগের ২০১৭-১৮ মৌসুমে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে গোলশূন্য ড্র করে এ কৃতিত্ব দেখিয়েছে রেড ডেভিলসরা। তবে এই অর্জনে সন্তুষ্ট নন দলটির কোচ জোশে মরিনহো। পর্তুগীজ লৌহমানব জানিয়েছেন, আগামী মৌসুমে শিরোপা জয় করাই তাদের মূল লক্ষ্য। এ জন্য এখন থেকেই কাজ শুরু করবেন। ম্যানইউর সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। এরপরও অবশ্য টেবিলের নীচের দিকে থাকা ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে হারাতে পারেননি পল পোগবা, এ্যালেক্সিস সানচেজরা। গত সপ্তাহে ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিওনের বিপক্ষে হারের পর লীগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো ম্যানচেস্টার ইউনাউটেড। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ম্যানইউ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। বিরতি থেকে ফিরেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলতে থাকে। প্রতিপক্ষের গোল মুখে ছয়টি শটও নেয় দলটি। তবে শেষ পর্যন্ত আর গোল করতে পায়নি কোন দল। এ ড্রতে ম্যাচের ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯৭। ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারও সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলা নিশ্চিত করেছে। আর চতুর্থ অবস্থানে থাকা নিয়ে লড়াই করছে লিভারপুল ও চেলসি। ম্যাচে সেরা একাদশ নামিয়েও গোল মিসের মহড়া দিয়েছে ইউনাইটেড। প্রথমার্ধে লুক শ’র শট ফিরে এসেছে বারে লেগে। পল পোগবার হেড যায় গোলপোস্টের বাইরে দিয়ে। লীগের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জয় না পাওয়ার ফলে ইউনাইটেডের সঙ্গে রেকর্ড সংখ্যক ১৯ পয়েন্টের ব্যবধান নিশ্চিত করার পথ সুগম হয়েছে ম্যানচেস্টার সিটির। তবে এ জন্য রবিবার লীগের শেষ ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে জয় পেতে হবে পেপ গার্ডিওলার শিষ্যদের। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মরিনহো বলেন, আমরা প্রিমিয়ার লীগে দ্বিতীয় সেরা দলের আসনে। অনেকগুলো ভাল দলের সঙ্গে দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে এটি অর্জিত হয়েছে। যদিও দ্বিতীয় অবস্থান নিয়ে আমি মোটেও খুশি নই। এটি আমার চরিত্রের মধ্যেও পড়ে না। তবে যে রকম পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম তাতে প্রথম স্থান অর্জন করা মোটেও সম্ভব ছিল না। আমাদের লক্ষ্যই ছিল দ্বিতীয় অবস্থান নিশ্চিত করা। যেটি পূর্ণ হয়েছে। ইউনাইটেডের সাবেক কোচ স্যার এ্যালেক্স ফার্গুসন গুরুতর অসুস্থতার মধ্যে পড়ার পর এটি ছিল প্রথম ম্যাচ। যে কারণে ক্লাবের ভক্ত সমর্থকরা ৭৬ বছর বয়সী স্কটিশ কোচকে সম্মান দেখিয়েছেন। এদিন স্টেডিয়ামে তারা বহন করে বিভিন্ন ব্যানার। যেখানে লেখা ছিল, ‘আমরা সবাই ফার্গুসনকে ভালবাসি।’ অন্যদিকে ম্যানইউকে রুখে দিয়ে ওয়েস্টহ্যামের সুযোগ হয়েছে প্রিমিয়ার লীগের অভিজাত ক্লাবগুলোর সঙ্গে আগামীতেও লড়াই করার। যদিও এখনও তারা পয়েন্ট টেবিলের নীচের দিকেই অবস্থান করছে। আছে ১৫তম অবস্থানে। এ প্রসঙ্গে দলটির কোচ ডেভিড মোয়েস বলেন, এটি আমাদের জন্য দারুণ অর্জন। ছেলেদের মধ্যে কিছুটা সংশয় তো ছিলই। তবে শেষ পর্যন্ত আমরা পেরেছি। এটি ছিল একটি বড় ক্লাব। তারপরও সমর্থকদের বড় প্রত্যাশা ছিল। শীর্ষ আসরে টিকে থাকার জন্য দলকে আরও উন্নতি করতে হবে।
×