ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহিলা ভলিবল রেফারিজ ট্রেনিং কোর্স

প্রকাশিত: ০৬:১১, ১২ মে ২০১৮

মহিলা ভলিবল রেফারিজ ট্রেনিং কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় পাঁচদিনব্যাপী স্থানীয় পর্যায়ে মহিলা ভলিবল রেফারিজ ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার ধানম-ির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি এমপি এই ট্রেনিং কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সংস্থার সাধারণ সম্পাদিকা হামিদা বেগমসহ বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্কুল ও কলেজের শারীরিক শিক্ষিকা এবং সাবেক খেলোয়াড়সহ ২০ প্রশিক্ষণার্থী ট্রেনিংয়ে অংশগ্রহণ করছেন। ট্রেনিং কোর্সটি পরিচালনা করছেন মোঃ মনিরুল হক, আন্তর্জাতিক ভলিবল রেফারি ও সভাপতি, ভলিবল রেফারিজ কমিটি; মোঃ শহীদুল ইসলাম, জাতীয় রেফারি ও সহ-সভাপতি, ভলিবল রেফারিজ কমিটি এবং মোঃ ফজলুল হক, জাতীয় রেফারি ও সাধারণ সম্পাদক, ভলিবল রেফারিজ কমিটি।
×