ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেয়ার্নে রিবেরির চুক্তির মেয়াদ বাড়ল

প্রকাশিত: ০৬:০৯, ১২ মে ২০১৮

বেয়ার্নে রিবেরির চুক্তির মেয়াদ বাড়ল

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী তারকা ফুটবলার ফ্র্যাঙ্ক রিবেরির এবারের মৌসুমটা তেমন ভাল যায়নি। হাঁটুর ইনজুরির কারণে ১০ ম্যাচ বসে থাকতে হয়েছে। যে ১৯ ম্যাচ খেলতে পেরেছেন তাতে ৫টি গোল করতে পেরেছেন এ উইঙ্গার। বয়সও ৩৫ পেরিয়ে গেছে। এই যখন অবস্থা অনেকেই ভাবছিলেন জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে হয়তো সময় ফুরিয়ে যাচ্ছে এ ফরাসী তারকার। কিন্তু সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটেছে। কারণ ২০১৯ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তির মেয়াদ বর্ধিত করেছে বাভারিয়ানরা। ক্লাবের ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিচ ও রিবেরি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ২০০৭ সালে বেয়ার্নে যোগ দিয়েছিলেন রিবেরি। সবমিলিয়ে বুন্দেসলিগায় ২৪৭ ম্যাচ খেলেছেন তিনি। এতগুলো ম্যাচ খেলে তার পা থেকে গোল এসেছে মোট ৮০টি। এই সময়ের মধ্যে তিনি বেয়ার্নের হয়ে ৮টি বুন্দেসলিগা শিরোপা জেতার স্বাদ নিয়েছেন যা যৌথভাবে একটি রেকর্ড। তবে এবারের মৌসুমে কিছুটা বাজে সময় গেছে তার। গত অক্টোবরে হাঁটুর ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। সে সময় বুন্দেসলিগার ১০ ম্যাচ খেলতে পারেননি। ফেরার পরও নিয়মিত হতে পারেননি একাদশে। তবে সবমিলিয়ে ১৯ ম্যাচ খেলেছেন। তিনি কী বেয়ার্নে আগামী মৌসুমে থাকতে পারবেন? চারদিকে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল। কিন্তু বেয়ার্নের ক্রীড়া পরিচালক সালিহামিদজিচ এ বিষয়ে বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট যে ফ্র্যাঙ্ককে ধরে রাখতে পেরেছি। এই মৌসুমে আবারও বুন্দেসলিগায় তিনি নিজেকে প্রমাণ করেছেন। এর পাশাপাশি চ্যাম্পিয়ন্স লীগ, জার্মান কাপেও দেখিয়ে দিয়েছেন কি করার সামর্থ্য ও কি বিরাট গুণ আছে তার মধ্যে। তাছাড়া তিনি আমাদের দর্শকদের জন্যও অনেক বড় বিনোদনদাতা।’ ২০১৩ সালে বেয়ার্ন যখন ট্রেবল জিতেছিল, সে সময় রিবেরি ছিলেন উজ্জ্বলতম পারফর্মার। তার দুর্দান্ত নৈপুণ্যে বাভারিয়ানরা বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলে ১১ গোল করার পাশাপাশি ২৩টি গোল করিয়েছিলেন। সেই রিবেরির চুক্তি বর্ধিত হলো অবশেষে আরেকটি বছরের জন্য। আগামী মৌসুম শেষ হতে হতে বয়স ৩৬ পেরিয়ে যাবে তার। কিন্তু এতেই সন্তুষ্ট রিবেরি। তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে এই বিশাল ক্লাবে আরেকটি বছর খেলার যোগ্যতা অর্জন করেছি। আমার পরিবার ও আমার জন্য দীর্ঘদিন ধরেই মিউনিখ নিজের ঘরের মতো হয়ে গেছে। এ কারণেই আগামী মৌসুমে বেয়ার্ন এফসির জার্সি গায়ে চড়াতে পারব সেটা আমার জন্য সত্যিই অনেক গর্বের বিষয়।’ এছাড়া ইনস্টাগ্রামে নিজের একটি ছবিতে তিনি লিখেছেন, ২০০৭ সালে যখন আমি মিউনিখে আসি তখন আমি নিজের ক্যারিয়ারটাকে পরবর্তী পর্যায়ে উন্নীত করার দিকে মনোযোগী ছিলাম।
×