ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দায়িত্ববান শিক্ষক

প্রকাশিত: ০৫:৪০, ১২ মে ২০১৮

দায়িত্ববান শিক্ষক

সন্তান জন্ম দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার ক্লাস করতে পারেননি ক্রিস্টেন। কিন্তু তিনি ক্লাসে আসতে মরিয়া ছিলেন। নতুন সেমিস্টারে ক্লাস শুরুও করেন। কিন্তু ছোট্ট শিশুকে একা বাসায় রেখে আসা তার জন্য বেশ কঠিন ছিল। তাই সন্তানকে ক্লাসে নিয়ে আসতে শুরু করেন ক্রিস্টেন। শিক্ষক বিষয়টিকে ইতিবাচকভাবে নেন। উল্টো তিনি তার ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস করান। মার্কিন যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটিতে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। ক্রিস্টেনের বয়স ২১ বছর আর তার সন্তানের বয়স আট মাস। ক্লাসের অংশ হিসেবে ক্রিস্টেনকে পদার্থবিজ্ঞান নিতে হয়। এ বিষয়ের অধ্যাপক ব্রুস জনসন। পদার্থবিজ্ঞানের জটিল বিষয় ভালভাবে শিক্ষার্থীদের বোঝানোর জন্য অতিরিক্ত ক্লাস নেন তিনি। কিন্তু সন্তানের জন্য এই ক্লাসে অংশ নিতে পারছিলেন না ক্রিস্টেন। তবে ক্লাসে আসার প্রয়োজনীয়তা খুব করে অনুভব করছিলেন এই মা। শেষে মেয়েকে সঙ্গে নিয়ে ক্লাসে আসার ব্যাপারে শিক্ষকের অনুমতি চান। অধ্যাপক জনসন অনুমতি দিলে মেয়েকে নিয়ে ক্লাসে যোগ দেন ক্রিস্টেন। দুই ঘণ্টার ক্লাস চলাকালে ছাত্রীর মেয়েকে সামলানোর কাজও করেছেন এই অধ্যাপক। এ ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবাই এই দায়িত্ববান শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। -সিএনএন অবলম্বনে।
×