ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিঠামইনে পিতামাতার কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৫:৩৬, ১২ মে ২০১৮

মিঠামইনে পিতামাতার  কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১১ মে ॥ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিজ জন্মভূমি জেলার হাওড় অধ্যুষিত উপজেলা মিঠামইনে একদিনের সরকারী সফর করেছেন। দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার পর কিশোরগঞ্জে এটিই তার প্রথম সফর। শুক্রবার ঢাকা থেকে তিনি বিমান বাহিনীর একটি বিমানে করে দুপুর সাড়ে ১২টার দিকে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে অবতরণ করেন। এরপর স্থানীয় ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি রিক্সা ও হেঁটে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদ ভবন ও বাজার পরিদর্শন করেন। সেখান থেকে রাষ্ট্রপতি তার শৈশব-কৈশোর যৌবনের স্মৃতিমাখা কামালপুর গ্রামের সেই প্রিয় গৃহকোণে কিছুক্ষণ অবস্থান করেন। পরে তিনি বাড়ির পাশের জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বাড়ির পূর্বপাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে পিতামাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধতন কর্মকর্তা ছাড়াও রাষ্ট্রপতির বড় ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এমএ আফজল, পাবলিক প্রসিকিউটর শাহ আজিজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস শহিদ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ পিতামাতার কবর জিয়ারত শেষে বাড়ির পশ্চিম পাশে ডুবোসড়ক নির্মাণ কাজের আংশিক রাস্তা পরিদর্শন করেন। পরে সেখান থেকে তিনি বাড়ির সামনে অপেক্ষমাণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশে সংক্ষিপ্ত কথা বলেন। এ সময় তিনি দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করাসহ বৈরী আবহাওয়ায় হাওড়ে বোরো ধান কাটার সময় কৃষকের দুঃখ দুর্দশার কথা স্মরণ করেন। পরে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে রাষ্ট্রপতি বিকেল চারটার কিছু পরে ঢাকার উদ্দেশে হেলিকপ্টারযোগে মিঠামইন ত্যাগ করেন।
×