ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মানবাধিকার সনদ ঘোষণার ৭০ বছর পূর্তিতে ব্যাপক আয়োজন

প্রকাশিত: ০৫:২৪, ১২ মে ২০১৮

মানবাধিকার সনদ ঘোষণার ৭০ বছর পূর্তিতে ব্যাপক আয়োজন

কূটনৈতিক রিপোর্টার ॥ মানবাধিকার সনদ ঘোষণার ৭০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এবং বাংলাদেশের তৃতীয় ‘ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ’ সামনে রেখে ১০ মে শুক্রবার ঢাকার গোটে ইনস্টিটিউটে আলোচনা সভা ও একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশে সুইজারল্যান্ডের দূতাবাস, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর), আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ফোরাম অব হিউম্যান রাইটস ইন জেনেভা (এফআইএফডিএইচ) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেঁনে হোলেনস্টাইন এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো। নাগরিক সমাজের তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব খুশি কবির, ফারাহ কবির এবং ডাঃ ইফতেখার জামান আলোচনা সভায় অংশ নেন। সেখানে তারা বাংলাদেশের নারীদের অধিকার বিষয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ নারীদের অধিকার লঙ্ঘন, তাদের প্রতি বৈষম্য এবং অন্যান্য নানাবিধ বাধাবিপত্তিসহ সমাজে নারীদের যে সকল চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তার কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। আলোচনা সভার পরের অংশে দর্শকদের সঙ্গে একটি প্রাণবন্ত ও মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বেশ কিছু তরুণ-তরুণী, মানবাধিকার ও সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকবৃন্দ এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জনের প্রশংসা করে রাষ্ট্রদূত হোলেনস্টাইন তার বক্তব্যে টেকসই ও সামগ্রিক উন্নয়নের জন্য মানবাধিকারের মূলনীতির প্রতি সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মিয়া সেপ্পো তার সূচনা বক্তব্যে বলেন সবাইকে নিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মানবাধিকারের সংরক্ষণ অত্যন্ত জরুরী। জাতিসংঘ এই লক্ষ্য পূরণে যে কোন সহযোগিতায় প্রস্তুত আছে। আলোচনা সভা শেষে নারী অধিকার বিষয়ক একটি সুইস চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মানবাধিকার সনদ ঘোষণা গ্রহণের ৭০ বছর পরেও এর প্রাসঙ্গিকতা খুবই স্পষ্ট ভাবে পরিলক্ষিত হয়। এই গুরুত্বপূর্ণ উপলক্ষটি উদ্যাপন করতে সুইস ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন এ্যাফেয়ার্স, ওএইচসিএইচআর এবং এফআইএফডিএইচ মিলে ৪৫টি দেশজুড়ে আন্তর্জাতিক মানবাধিকার প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শন কর্মসূচীর সূচনা করেছে। এরই অংশ হিসেবে ঢাকায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
×