ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৈশাখ বরণে এসে নাচলেন বার্নিকাট ও এ্যালিন ব্লেক

প্রকাশিত: ০৫:২৪, ১২ মে ২০১৮

বৈশাখ বরণে এসে নাচলেন বার্নিকাট ও এ্যালিন ব্লেক

কূটনৈতিক রিপোর্টার ॥ বৈশাখ বরণে এসে ঢোলের তালে তালে নাচলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট এবং ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক। শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা ও মেঘনায় ফরেন অফিস স্পাউজ এ্যাসোসিয়েশনের (ফোসা) উদ্যোগে পহেলা ‘বৈশাখ’- এর উদযাপন করা হয়। ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের মিশন প্রধান ও রাষ্ট্রদূতদের মতো বার্নিকাট এবং এ্যালিসন ব্লেকও এসেছিলেন অতিথি হয়ে। এ সময় তাদের পরনে ছিল বাংলার ঐতিহ্যবাহী শাড়ি। হাত ভর্তি চুড়ি, গলায় মাটির হার এবং নাকে নোলক। সকাল নয়টায় মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পরপরই মঞ্চে বেজে চলছিল পুরোনো দিনের গান। কখনও পরিবেশেতি হয় নৃত্য আবার কখনও আবৃত্তি। তবে এসবের জন্য বাইরে থেকে কোন শিল্পী আনা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্ত্রী, ছেলে-মেয়েরা এতে অংশগ্রহণ করেন। দর্শক সারির সামনে থাকা বার্নিকাট ও এ্যালিসন ব্লেক গান ও নৃত্যর তালে-তালে উঠে গেলেন মঞ্চে! নাহ্, তারা দর্শক সারিতে থাকা কাউকে হতাশ করলেন না। বাঙালী নারীর নৃত্য করেই দেখালেন এবং ঘাম ঝরালেন। এভাবে কয়েক দফা নাচলেন ঢাকায় কর্মরত প্রভাবশালী দু’দেশের রাষ্ট্রদূত। বর্ষবরণ আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব এম শহীদুল হকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রথমবারের মতো এবারই ফোসা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান বড় পরিসরে হওয়ার কথা জানালেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ফোসা সভাপতি সোনিয়া সুলতানা (নাসরিন)। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য’র ছোঁয়া লেগে ছিল রাষ্ট্রীয় অতিথি ভবনে। ছিল নানা স্বাদের মুড়ি-মুড়কি আর পিঠা-পুলি। টিয়া পাখির ভাগ্য গণনা, বাইস্কোপ, নাগরদোলা আর পুতুল নাচের আসর ঘিরে ছিল শিশুদের কৌতুহল। এছাড়া ছিল সরাসরি মৃৎ শিল্প তৈরি করার দৃশ্য। স্থান পেয়েছিল কামার, জেলেসহ ধান বানার গ্রামীণ ঢেঁকি। উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্ত্রীদের সংগঠন ফোসা। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের স্ত্রী সোনিয়া সুলতানা (নাসরিন) ফোসার সভাপতি।
×