ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশের অগ্রযাত্রার গল্প নিয়ে হার্ভার্ডে সম্মেলন

প্রকাশিত: ০৫:২২, ১২ মে ২০১৮

আজ বাংলাদেশের  অগ্রযাত্রার গল্প  নিয়ে হার্ভার্ডে  সম্মেলন

বিডিনিউজ ॥ বাংলাদেশের উন্নয়ন নিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আজ দিনব্যাপী এক সম্মেলনে মিলিত হচ্ছেন উচ্চ পদস্থ সরকারী কর্মকর্তা, গবেষক এবং বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আয়োজকরা বলছেন, কেমব্র্রিজের হার্ভার্ড লয়েব হাউজে শনিবারের এই সেমিনার হবে বাংলাদেশের উন্নয়ন নিয়ে যুক্তরাষ্ট্রে আয়োজিত সবচেয়ে বড় একাডেমিক সম্মেলন। বাংলাদেশের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা দিনব্যাপী এই সম্মেলনে আলোচনা, মতবিনিময় ও বিতর্কে অংশ নেবেন। গত এক দশক ধরে বাংলাদেশে অর্ধনৈতিক প্রবৃদ্ধির ধারা উচ্চমুখী, গত ৩ বছর ধরে তা ৭ শতাংশের উপরে রয়েছে, যা নিয়ে অনেক অর্থনীতিবিদ বিস্ময় প্রকাশ করেছেন। বিগত এক দশককাল ধরে বাংলাদেশ কিভাবে উন্নতির সোপান অতিক্রম করে আসছে, কিভাবে ধরে রাখছে প্রবৃদ্ধির উচ্চ হার- তা নিয়ে আলোচনার পাশাপাশি এই সম্মেলনে তারা আলো ফেলবেন আগামী দিনের চ্যালেঞ্জগুলোর ওপরও। ফ্লোরিডার ইন্টারন্যাশনাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (আইএসডিআই), হার্ভার্ড কেনেডি স্কুলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং হার্ভার্ড লক্ষ্মী মিত্তাল সাউথ এশিয়া ইনস্টিটিউটের এই যৌথ আয়োজনের শিরোনাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ রাইজিং সম্মেলন ২০১৮’। বিশ্ব ব্যাংকের মাপকাঠিতে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর এ বছরই বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জনের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। বাংলাদেশের উন্নয়নের এই গতির চালিকাশক্তি কী এবং বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে তা কিভাবে আরও গতিশীল করা যায়- সম্মেলনে তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে আইএসডিআই। অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, বিদেশী বিনিয়োগ, বিদ্যুত, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের মতো বিষয়গুলো আলোচিত হবে এই সম্মেলনে। সম্মেলনের অধিবেশনগুলোতে- সামষ্টিক অর্থনীতির প্রতিশ্রুতি ও সংস্কার, সরাসরি বিদেশী বিনিয়োগ, অর্থনৈতিক অঞ্চলগুলোর সম্ভাবনা, বিদ্যুত উৎপাদন গতিশীলতা আনা, বাণিজ্যে নারীর নেতৃত্ব, তথ্যপ্রযুক্তির প্রসার নিয়েও আলোচনা হবে। বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলামের সঙ্গে এ প্যানেল আলোচনায় থাকছেন ব্রুমার্স এ্যান্ড পার্টনাস বাংলাদেশের প্রধান নির্বাহী খালিদ কাদির, বারড রক ফান্ডের প্রেসিডেন্ট চার্লস ল্যাসি এবং অনন্ত গ্রুপের ব্যবস্থানা পরিচালক শরিফ জহির। সঞ্চালনায় থাকবেন যাদারা ক্যাপিটাল পার্টনার্সের প্রতিষ্ঠাতা আহমেদ জুয়াইতার। বাংলাদেশে সরাসরি বিদেশী বিনেয়াগের সফল ও অসফল জায়গাগুলো, বিদেশী বিনিয়োগ অথবা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য সংস্কারের প্রয়োজনীয়তা এবং ভোক্তা পণ্য উৎপাদন খাতে বিদেশী বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে এ অধিবেশনে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীরা কিভাবে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে, সে বিষয়েও একটি আলোচনা পর্ব থাকছে এ সম্মেলনে। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় থাকছে সামিট পাওয়ার, জেনারেল ইলেকট্রনিক্স, ম্যাক্স গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, আব্দুল মোনেম ইকনোমিক জোন, মেঘনা গ্রুপ, এনার্জিপ্যাক বাংলাদেশ ও হাবিব গ্রুপ।
×