ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান রওনা হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:২১, ১২ মে ২০১৮

পদ্মা সেতুর চতুর্থ স্প্যান রওনা  হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ৪র্থ স্প্যান কুমারভোগ বিশেষায়িত ওয়ার্কসপ ইয়ার্ড থেক শনিবার সকালে রওনা হচ্ছে। তাই ৭ নম্বর স্প্যানটি ইয়ার্ডের পাশে নিয়ে আসা হয়েছে। এখন ৩৬ শ টন ওজন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনবাহী জাহাজের সঙ্গে বাধা হচ্ছে। ইতোমধ্যেই বিশাল জাহাজটি চলাচলের জন্য চ্যানেলটিও উপযোগী করা হয়েছে। এই চ্যানেলে বিভিন্ন খুঁটিতে পাইল স্থাপনে ব্যবহৃত ফ্রোটিং ক্রেনগুলো সরিয়ে নেয়া হয়েছে। এই ক্রেনগুলোর কারণেই স্প্যাটি গন্তব্যস্থলে নিতে বিলম্ব হচ্ছিল। ৪র্থ স্প্যানটি ৪০ ও ৪১ নম্বর খুঁটিতে বসিয়ে দেয়া হবে। সেই জন্য সব প্রস্তুতি সম্পন্ন এখন। দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, আগামী ১৫ মে এই স্প্যান স্থাপনের কথা রয়েছে। এদিকে ৫ম স্প্যান স্থাপনে তৈরি করা হচ্ছে সর্বশেষ ৪২ নম্বর পাইল প্রস্তুত করা হচ্ছে। এদিকে গত শনিবার বিশেষজ্ঞ প্যানেলের তিন দিনব্যাপী সভা সম্পন্ন হয়েছে। এই সভায় সেতুর নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা ও সরেজমিন পরিদর্শন করা হয়। তবে এতে বেশি গুরুত্ব পায় সেতুর নতুন নক্সায় নির্মাণাধীন খুঁটি এবং বাকি ১১টি খুঁটির নক্সা নিয়ে। সংশ্লিষ্টরা জানান, আগামী সেপ্টেম্বরে এই নক্সার চূড়ান্ত হচ্ছে। এই ১১টি খুঁটিতে ৭টি করে পাইল বসানোর সিদ্ধান্ত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি শুরু হয়েছে, ঢেউ বাড়ছে, বৃষ্টি বাদলও এবার বেশি। এসব মোকাবেলা করেই পদ্মায় চলছে বিশাল কর্মযজ্ঞ।
×