ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘সোনাই মাধব’ নিয়ে চীন যাচ্ছে লোক নাট্যদল

প্রকাশিত: ০৫:০০, ১২ মে ২০১৮

 ‘সোনাই মাধব’ নিয়ে চীন যাচ্ছে লোক নাট্যদল

সংস্কৃতি ডেস্ক ॥ চীনের হেনান প্রদেশে অনুষ্ঠিতব্য ‘রোড এ্যান্ড বেল্ট’ হেনান আর্ট ফেস্টিভ্যাল-২০১৮ নাট্যোৎসবে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ শনিবার ঢাকা ছাড়ছে লোক নাট্যদলের সদস্যরা। সেখানে আগামী ১৭ এবং ১৮ মে লিয়াকত আলী লাকীর গ্রন্থনা-নির্দেশনা এবং অভিনয় সমৃদ্ধ নাটক ‘সোনাই মাধব’ মঞ্চস্থ হবে। দলসুত্রে জানা গেছে আিজ ১২ মে রাত ১২টায় লিয়াকত আলী লাকীর নেতৃত্বে লোক নাট্যদলের ১৪ নাট্যকর্মী চীনের উদ্দেশ্যে রওয়ানা দেবে। প্রতিনিধি দলের নাট্যকর্মীরা হলেন, লিয়াকত আলী লাকী, ইয়াসমিন আলী, স্বদেশ রঞ্জন, লিটন, আজিজুর রহমান, মোমিন, রাফি, রূপসা, সুচিত্রা, মেহেঘ, শিশির, সোহান, নিতী, টুকু ও সুজন মাহবুব। ময়মনসিংহ গীতিকার আশ্রয়ী নাটক ‘সোনাই মাধব’, সোনাই আর মাধবের পরিচয়-মিলন, প্রেম-বিরহকে উপজীব্য করে নির্মিত হয়েছে। সাড়া জাগানো নাটকটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। দেওয়ান ভাবনার অনাকাক্সিক্ষত প্রবেশ দুটি কোমল হৃদয়কে ক্ষত বিক্ষত করে করুণ পরিণতির দিকে নিয়ে চলে। নাট্যাখ্যানে গানের সঙ্গে সংলাপে বর্ণিত হয়েছে সোনাই ও মাধবের চিরায়ত প্রেম। প্রেমের সূত্র ধরেই ঘটে বিচ্ছেদ। সেই সঙ্গে ঘটনাক্রমে উপস্থাপিত হয় সোনাইকে পাওয়ার জন্য ভাবনা দেওয়ান নামের এক অত্যাচারীর উদগ্রীব বাসনা। এই ভাবনা দেওয়ার নানা ছলচাতুরিময় পশুত্বের কারণে বিষপানে আত্মহত্যা করে সোনাই। হাস্যরসাত্মকধর্মী শৈল্পিক প্রয়াসে মেলে ধরা বিয়োগাত্মক ঘটনাটি। নাটকে ব্যবহৃত গানের সুরারোপ করেছেন নাট্যজন দীনেন্দ্র চৌধুরী ও লিয়াকত আলী লাকী।
×