ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হোল্ডিং ট্যাক্স দিয়েও সেবা পাচ্ছেন না চট্টগ্রাম নগরবাসী

প্রকাশিত: ০৪:৫৭, ১২ মে ২০১৮

হোল্ডিং ট্যাক্স দিয়েও সেবা পাচ্ছেন  না চট্টগ্রাম নগরবাসী

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক হারে হোল্ডিং ট্যাক্স দেয়া সত্ত্বেও সিটি কর্পোরেশনের কাছ থেকে কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না নগরবাসী। বিশেষ করে নতুন গড়ে ওঠা আবাসিক এলাকাগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা, ময়লা পরিষ্কার, সড়ক বাতি ও মশা নিধনসহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সেবা না দিয়ে এ ধরনের হোল্ডিং ট্যাক্স আদায় করাকে অযৌক্তিক বলছেন ক্যাব। নিয়মানুযায়ী কোন এলাকাকে হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে হলে সেখানে নিশ্চিত করতে হয় সিটি কর্পোরেশনের নানা সেবা। কিন্তু চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় নতুনভাবে গড়ে ওঠা কল্পোলোক আবাসিকসহ বিভিন্ন এলাকাকে হোল্ডিং ট্যাক্সের আওতায় আনা হলেও কর্পোরেশনের কোন সেবা পাচ্ছেন না এসব এলাকার মানুষ। সামান্য বৃষ্টিতে গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে যায় সড়ক। ময়লা আবর্জনা পরিষ্কার না করায় ছড়ায় দুর্গন্ধ। ড্রেনেজ ব্যবস্থার অভাবে ড্রেনের পানি উপচে পড়ে রাস্তায়। মশার উৎপাত তো আছেই। নেই সড়ক বাতিও। সিটি কর্পোরেশনের সেবার মধ্যে বর্জ্য পরিষ্কার, সড়ক বাতি লাগানো আর রাস্তা সংস্কার এই তিনটি বাধ্যতামূলক। কিন্তু এসব সেবা থেকে বঞ্চিত নগরবাসী। ক্যাব বলছে, আগে সেবা নিশ্চিত করে পরে হোল্ডিং ট্যাক্সের আওতায় আনতে হবে। ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজির হোসেন বলেন, সেবা দিলে ট্যাক্স আদায় করা যাবে। কিন্তু সেবা না দিয়েই ট্যাক্স আদায় করার বিষয়টি যুক্তি সঙ্গত নয়। তবে সিটি কর্পোরেশন বলছে, প্রথম পর্যায়ে সেবা দিতে না পারলেও পরবর্তীতে এসব আবাসিক এলাকা সেবার আওতায় আনার চেষ্টা চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রাস্তাঘাট পরিষ্কার করা, নগরীর সৌন্দর্য বর্ধন করা এবং রাস্তায় আলোকপাতের বিষয়গুলো আমাদের চলমান রয়েছে। একসঙ্গে পুরো শহর পরিবর্তন করা কারও পক্ষে করা সম্ভব নয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনে নাগরিকদের জন্য সিটি কর্পোরেশনের ২৮ ধরনের সেবার কথা বলা হয়েছে।
×