ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডাব মজিবর নামেই যার পরিচয়

প্রকাশিত: ০৪:৫৬, ১২ মে ২০১৮

ডাব মজিবর নামেই যার পরিচয়

শহর কিংবা গ্রাম, শীত অথবা গ্রীষ্ম সব ঋতুতেই ডাবের পানির সমান কদর রয়েছে। তবে গরমে ডাবের চাহিদা একটু বেড়ে যায়। অনেক পথচারী পিপাসা নিবারণের জন্য বেছে নেন ডাবের পানি। তাই মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ঝাউতলা গ্রামের মজিবর রহমান বেছে নিয়েছেন এই ব্যবসা। তিনি প্রায় ৩০ বছর ধরে ডাবের ব্যবসা করে আসছেন। দীর্ঘদিন ধরে এই ব্যবসায় জড়িত থাকার কারণে তিনি ডাব হাতে নিয়েই বুঝতে পারেন কোনটায় কতটুকু পানি হবে। এবং কোনটায় শাঁস হয়েছে আর কোনটায় শক্ত শাঁস হয়েছে আর কোনটায় পানি কম। তিনি সকাল হলে উপজেলা সদরে এসে ডাব বিক্রি শুরু করেন। দুপুর হলে অন্য বাজারে চলে যান। এভাবে সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত ভ্যানে করে বিভিন্ন হাটবাজারে গিয়ে ডাব বিক্রি করে থাকেন। এক একটি ডাব ৩০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বিক্রি করেন। তিনি উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে একটু কম দামে ডাব কিনে থাকেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি প্রায় ২শ’ থেকে ৪শ’ ডাব বিক্রি করে। তার সংসারে রয়েছেন বাবা মা স্ত্রী ছেলে মেয়েসহ ৮জন সদস্য। ডাব বিক্রি করে যে টাকা লাভ হয় সে টাকা দিয়েই চলে তার সংসার। তিনি তার ছেলে মেয়েদের ও পড়া লেখা চালিয়ে যাচ্ছেন। তাকে উপজেলার সবাই ডাব মজিবর নামে চিনেন। তার দেখা দেখি এখন অনেকেই বেছে নিয়েছেন ডাব বিক্রির পেশা। মজিবর বলেন, আমি প্রায় ৩০ বছর যাবত ডাব বিক্রি করে আসছি। ডাবের অনেক কদর রয়েছে। ডাব বিক্রি করেই সংসার চালাই। -মোঃ জাফরুল হাসান, কালকিনি, মাদারীপুর থেকে
×