ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সের প্রধান বিচারপতিকে অপসারণের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৪:৪০, ১২ মে ২০১৮

ফিলিপিন্সের প্রধান  বিচারপতিকে  অপসারণের  সিদ্ধান্ত

ভোটের মাধ্যমে ফিলিপিন্সের প্রথম নারী প্রধান বিচারপতি মারিয়া লর্দেস সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রীমকোর্ট, প্রেসিডেন্ট রড্রিগো দুতের্তে যাকে ‘শক্র’ বলেছিলেন। সরকারের কয়েকটি বিতর্কিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়ায় দুর্তেতের বিরাগভাজন হন সেরেনো। খবর ওয়েবসাইটের। এদিকে, সরকার ক্ষমতার অপব্যবহার করে সেরেনোকে অপরাসণের চেষ্টা করেছে এবং দেশটির সর্বোচ্চ আদালত দুতের্তের ‘হাতের পুতুলে’ পরিণত হয়েছে বলে অভিযোগ বিরোধীদলের। নিয়োগ প্রক্রিয়া লঙ্ঘন করে সেরেনোকে প্রধান বিচারপতি করা হয়েছে অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে সরকারের করা পিটিশনে শুক্রবার ভোট হয় এবং ৮-৬ ভোটের ব্যবধানে সেরেনোকে অপরাণের সিদ্ধান্ত হয়। ভোটের পর সিদ্ধান্ত জানাতে গিয়ে সুপ্রীমকোর্টের মুখপাত্র বলেন, ‘বেআইনীভাবে পদ দখল করে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে দোষীসাব্যস্ত করে মারিয়া লর্দেস সেরেনোকে প্রধান বিচারপতির কার্যালয়ে থাকার অযোগ্য ঘোষণা করা হচ্ছে।’ বিচার বিভাগ ও বার কাউন্সিলকে শূন্য পদে দ্রুত নতুন বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশও দেয়া হয়েছে। সেরেনোর বিরুদ্ধে সুপ্রীমকোর্টের অন্য সদস্যদের বিরুদ্ধে ‘কুৎসা রটনা ও তাদের ক্ষতি করার চেষ্টাসহ’ কয়েকটি অভিযোগ এনে আগামী ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। কোন ধরনের অন্যায় করেননি দাবি করে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল করার কথা জানিয়েছেন সেরেনোর মুখপাত্র। টেলিভিশনে এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘এটা একটি দুঃখের দিন।’ শুক্রবার ভোটের আগে সেরেনোর শতাধিক সমর্থক সুপ্রীমকোর্টের বাইরে বিক্ষোভ করেন। সেরেনো বিরোধীরাও এদিন সেখানে জড় হয়েছিলেন।
×