ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাসার গ্রীনহাউস গ্যাস শনাক্তকরণ কার্যক্রম বাতিল

প্রকাশিত: ০৪:৩৯, ১২ মে ২০১৮

নাসার গ্রীনহাউস  গ্যাস শনাক্তকরণ  কার্যক্রম বাতিল

প্রধান গ্রীনহাউস গ্যাস কার্বন ও মিথেন শনাক্তকরণে বার্ষিক এক কোটি ডলার ব্যয়ে পরিচালিত নাসার একটি কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের কারণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থার এক মুখপাত্র বৃহস্পতিবার একথা জানান। খবর এএফপির। কার্বনের উৎস, পরিমাণ নির্ণয়ে, পৃথিবী বায়ুমন্ডলে কার্বনের প্রবাহ শনাক্ত এবং হাইরেজুলেশন মডেল তৈরির জন্য পরিচিত কার্বন মনিটরিং সিস্টেম (সিএমএস) কার্যক্রম বাতিল করা হয়েছে। সায়েন্স জার্নালে প্রথম এ রিপোর্ট প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিএমএস কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রিপোর্টে জলবায়ু বিজ্ঞানের ওপর হোয়াইট হাউসের এ উদ্যোগকে সাম্প্রতিককালের এক বড় আক্রমণ বলে উল্লেখ করা হয়েছে। সাময়িকীতে বলা হয়, নাসা এ বাতিলের কারণ দেখাতে অস্বীকৃতি প্রকাশ করেছে। মার্কিন মহাকাশ সংস্থার মুখপাত্র স্টেভ কোলের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়। মার্চে স্বাক্ষরিত কোন বাজেট ডিলে সিএমএমের কোন উল্লেখ নেই। এএফপি এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে কোল বলেন, ট্রাম্প গত বছর সিএমএম প্রকল্প ও ৪টি আর্থ সায়েন্স মিশন ছেঁটে দেয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, অনেক বিতর্কের পর কংগ্রেস চারটি মহাকাশ মিশনের জন্য অর্থায়নের সিদ্ধান্ত নেয়। তারা ২০১৮ সালের মার্চে পাস করা বাজেট বিলে যেগুলো অন্তর্ভুক্তির জন্য লেখেন। কিন্তু সিএমএস কর্মসূচী যেহেতু সেগুলোর মধ্যে নেই সেহেতু প্রস্তাব মতো তা ছেঁটে দেয়া হয়েছে। তিনি বলেন, কর্মসূচী সম্পূর্ণ করতে বর্তমান অনুদান অব্যাহত থাকবে, কিন্তু কোন নতুন গবেষণার সূচনা হবে না। ট্রাম্প এর মধ্যেই ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ঘোষণা করেছেন। জীবাস্ম জ্বালানি থেকে নির্গত দূষণ রোধে ১শ’ ৯০টির বেশি দেশ চুক্তিতে স্বাক্ষর করে। কোল এএফপিকে বলেন, ট্রাম্প আগামী বছরে আরও একটি আর্থ সায়েন্স মিশন ও অরবিটিং কার্বন অবজারভেটরি থ্রি (ওসিও-থ্রি) বাতিল করার প্রস্তাব করেছেন।
×