ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরান চুক্তি থেকে সরে যাওয়ায় ট্রাম্পের সমালোচনা

যুক্তরাষ্ট্র বিশ্বপুলিশ নয় ॥ ট্রাম্পকে ফরাসী অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৮, ১২ মে ২০১৮

যুক্তরাষ্ট্র বিশ্বপুলিশ নয় ॥ ট্রাম্পকে ফরাসী অর্থমন্ত্রী

ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছে ফ্রান্স। পাশাপাশি ২০১৫ সালের চুক্তি মৃত নয় বলে মত দিয়েছে। ডেইলি মেইল। ফরাসী অর্থমন্ত্রী ব্রুনো লি ম্যায়ার জানান, ট্রাম্পের একটি ভুল হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বঅর্থনীতির পুলিশ নয়। কেননা তারাই ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে। এদিকে ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়াসহ অনেক দেশ। তারা চুক্তির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বুধবার ফরাসী প্রেসিডেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইউরোপীয় কর্মকর্তারা ইরানে কর্মরত বিভিন্ন কোম্পানির স্বার্থরক্ষার জন্য সবকিছু করবেন। যা এখন দেশটির বিরুদ্ধে করা নতুন মার্কিন নিষেধাজ্ঞার পথকে রুদ্ধ করে দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ইউরোপীয় সরকার তাদের কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করতে সব কিছু করতে যাচ্ছে। ফরাসী পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-ইভস লি দারিয়া বনে, চুক্তি শেষ হয়ে যায়নি। চুক্তিটি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহারের মাধ্যমে এটি প্রমাণ হয় যে সেখানে এখনও কিছু আছে। ফ্রান্সের মতো অন্যরাও অন্যান্য সমস্যার মতো পারমাণবিক ক্ষমতা যার মধ্যে ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচীর মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগে রয়েছে। তবে পরমাণু চুক্তির নিরস্ত্রীকরণ ছাড়াও তাদের সঙ্গে কথা বলার অবকাশ রয়েছে। সোমবার ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির সরকার প্রধানদের এক বৈঠক হবে। যদিও সেখানে একটি বাস্তব ঝুঁকি রয়েছে। আমি আশা করি, এজন্য শান্তির পরিবর্তে হতাশা সৃষ্টি করবে না। ট্রাম্পের সিদ্ধান্তের প্রেক্ষিতে ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ও জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল এক যৌথ বিবৃতি দেন। যাতে তারা চুক্তিটি অব্যাহত রাখতে তাদের প্রতিশ্রুতি জোরদার করেন। তারা ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনাও করেন। তারা বলেন, দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা বলছি যে প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি থেকে নাম প্রত্যাহারটি ইউনাইটেড স্টেটস অব আমেরিকা থেকে দ্য জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব এ্যাকশনে একটি অংশ। আমরা সব পক্ষকে প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নের জন্য ও আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালনে আহ্বান জানাচ্ছি। ইরান তার পরমাণু চুক্তিতে আছে বলে জানিয়েছে। যা অন্য দেশের বাণিজ্য করার বিনিময়ে স্বাক্ষরিত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, বাণিজ্য সম্পর্ক চালিয়ে যেতে এজন্য ইউরোপের নিশ্চয়তা দরকার।
×