ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন শুরু

প্রকাশিত: ০৪:৩১, ১২ মে ২০১৮

চট্টগ্রামে এশিয়ান  ইউনিভার্সিটি ফর  উইমেনের  সমাবর্তন  শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শুক্রবার চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবর্তন অনুষ্ঠান। সকাল ১০টায় নগরীর হোটেল রেডিসন ব্লুতে শুরু হয় এই অনুষ্ঠান। দু’দিনের অনুষ্ঠানের প্রথম দিনে আলোচনা পর্বে অংশ নেন জাতিসংঘের কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শান্তিতে নোবেলজয়ী তাওয়াক্কুল কারমান। চট্টগ্রামে এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কামাল আহমেদ এবং উপাচার্য প্রফেসর নির্মলা রাওয়ের সভাপতিত্বে বক্তৃতা করেন ২০১১ সালে শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী সাংবাদিক তাওয়াক্কুল কারমান, টরেন্টো ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইজেলদিন আবুলাইশ, বিশ্ব ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান ড. ইসমাইল, সেরাজেলদিন ও জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিতা প্যাটেল। প্রথম দিনের সেশনের আলোচনার শিরোনাম ছিল ‘এ্যা ব্রিজ টোয়ার্ডস সাসটেনেবল ডেভেলপমেন্ট : ওভার কামিং থ্রেটস টু সারভাইবাল’। আলোচনায় উপস্থিত ছিলেন সমাবর্তনে আমন্ত্রিত অতিথি এবং ভার্সিটির শিক্ষার্থীরা। প্রসঙ্গত, ২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় এশিয়ার ফর ইউনিভার্সিটি ফর উইমেন। দরিদ্র মেধাবীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের লেখাপড়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়াসহ ১৫ দেশের ছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। আজ শনিবার সমাবর্তন অনুষ্ঠানের শেষ দিন।
×