ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী রেলওয়ে কোয়ার্টার বরাদ্দে অনিয়ম

প্রকাশিত: ০৪:২৮, ১২ মে ২০১৮

রাজশাহী রেলওয়ে কোয়ার্টার বরাদ্দে  অনিয়ম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে রেলওয়ে পশ্চিম অঞ্চলের একটি কোয়ার্টার বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রেলওয়ের কর্মচারীদের অভিযোগ, আইনগতভাবে বরাদ্দ পাওয়ার এখতিয়ার না থাকা সত্ত্বেও আর্থিক লেনদেনের মাধ্যমে ওই কোয়ার্টারটি রেলওয়ের পশ্চিম অঞ্চলের হিসাব বিভাগের জামাদার আনোয়ার হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে রেলের কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নাম প্রকাশ না করা শর্তে একাধিক কর্মচারী জানান, নিয়ম অনুযায়ী রেলওয়ের কেউ ছেড়ে দেয়ার পরে রেলওয়ে পশ্চিম অঞ্চলের সার্ভ এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করতে হয়। পরে তা রেলওয়ে পশ্চিম অঞ্চলের সিপিও অফিসের কর্মচারীদের মধ্যে বরাদ্দ দেয়া হয়। কিন্তু রেলওয়ে কলোনির আর/ই ৮৩ নম্বর কোয়ার্টারটি খালি হওয়ার পর সিপিও অফিসের কর্মচারীকে না দিয়ে একাউন্ট অফিসের জামাদার আনোয়ার হোসেনকে বরাদ্দ দেন কমিটির আহ্বায়ক রেলওয়ে পশ্চিম অঞ্চলের অতিরিক্ত জিএম আবুল কালাম আজাদ। কোয়ার্টারটি এখন আনোয়ার হোসেন ও তার ছেলে রাশেদের দখলে আছে। এ বিষয়ে রেলওয়ে পশ্চিম অঞ্চলের অতিরিক্ত জিএম আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কিছু জানেন না বলে ফোন কেটে দেন।
×