ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাসান আজিজুল হককে সম্মাননা

প্রকাশিত: ০৪:২৬, ১২ মে ২০১৮

হাসান আজিজুল  হককে সম্মাননা

রাবি সংবাদদাতা ॥ বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৭ সালের ‘শওকত ওসমান পুুুুুুুুরস্কারে’ ভূষিত হয়েছেন প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বাংলা গবেষণা সংসদ’র আয়োজনে গুণী এই লেখকের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। এ সময় কথাসাহিত্যিক শওকত ওসমান স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার রাতে রাবির শহীদুল্লাহ কলাভবনে এই স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। বাংলা গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও বাংলা বিভাগের সভাপতি পিএম সফিকুল ইসলাম। সহকারী অধ্যাপক গৌতম গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানে শওকত ওসমানের জীবনী পাঠ করেন বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া তহমিনা সরকার এবং হাসান আজিজুল হকের জীবনী পাঠ করেন গৌতম দত্ত।
×