ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল সীমান্তে ২৪ স্বর্ণের বারসহ আটক ৩

প্রকাশিত: ০৪:২৩, ১২ মে ২০১৮

বেনাপোল সীমান্তে ২৪ স্বর্ণের বারসহ  আটক ৩

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার ইউএস ডলার ও ২৪টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, রাত ১১টার দিকে বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্তের স্বরবাংহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালায়। অভিযানকালে মাওলা বক্স ও আলমগীর হোসেন নামের দুই পাচারকারীকে ১ লাখ ইউএস ডলারসহ আটক করে। আটক মাওলা বক্স রঘুনাথপুর গ্রামের মুসা মল্লিক ও আলমগীর হোসেন স্বরবাংহুদা গ্রামের মৃত ছাবেদ আলীর ছেলে। আটক ডলারের বাংলাদেশী মূল্য ৮৪ লাখ টাকা। এছাড়াও বেনাপোল ঘিবা সীমান্ত হতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ২৪ স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি সদস্যরা। বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের সংবাদের ভিত্তিতে ঘিবা বিওপির বিজিবি টহল দল অভিযান চালায়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারত-বাংলাদেশ ২৩নং পিলার হতে আনুমানিক ১ হাজার গজ বাংলাদেশ অভ্যন্তরে ঘিবা জোড়া ব্রিজের নিচে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা এ সময় ব্যাগটি উদ্ধার করে ক্যাম্পে এনে ব্যাগের মধ্য থেকে ২৪টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ২ কেজি ৭শ’ ৪০ গ্রাম এবং সিজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে বরিশালগামী এমএম পরিবহন থেকে সন্দেহজনকভাবে এনামুল হককে (৩০) আটক করে। পরে তার স্বীকারোক্তিতে ব্যাগ থেকে ৪০ হাজার ইউএস ডলার জব্দ করা হয়। আটক এনামুল নড়াইল জেলার কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামের আবু বক্করের ছেলে। আটক ডলারের বাংলাদেশী মূল্য ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
×