ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯ উইকেটে জিতল হায়দরাবাদ

প্রকাশিত: ০৮:৫০, ১১ মে ২০১৮

৯ উইকেটে জিতল হায়দরাবাদ

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার আইপিএলে দারুণ পারফর্ম করছে সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাট করে দিল্লী ডেয়ারডেভিলস। রিশভ পা-ের বিধ্বংসী সেঞ্চুরিতে তারা ১৮৮ রানের লক্ষ্য রাখে হায়দরাবাদের সামনে। জবাবে ৭ বল ও ৯ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় সাকিব আল হাসানের দল। দ্বিতীয় ওভারে দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। এরপরই শুরু হয় ধাওয়ান-উইলিয়ামসন ম্যাজিক। ৪ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ১ উইকেটের বিনিময়ে ২৯ রান। সেখান থেকে ১১ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১০৫ রানে। দুই ব্যাটসম্যানই দিল্লীর বোলারদের ওপর ঝড় তুলেছেন। ধাওয়ানের ঝড় তোলার গতি ছিল তুলনামূলক বেশি। তাদের অবিচ্ছিন্ন ১৭৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে ১৮.৫ ওভারে ১ উইকেটে ১৯১ রান তুলে ম্যাচটি জেতে হায়দরাবাদ। ধাওয়ান ৫০ বলে ৯টি চার ও ৪টি ছয়ে ৯২ রান করে অপরাজিত থাকেন। ৫৩ বলে ৮ চার ও দুই ছয়ে ৮৩ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। এটি চলতি আইপিএলে তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। দিল্লীর পেসার হার্শাল প্যাটেল ৩২ রান খরচায় একমাত্র উইকেটটি পেয়েছেন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দিল্লী। এর পেছনে সবচেয়ে বড় অবদান পান্ডের। তার ৬৩ বলে ১৫ চার ও ৭ ছয়ে সাজানো ১২৮ রানের অপরাজিত ইনিংসটি এই সংগ্রহ এনে দিয়েছে দলটিকে। তার পর সর্বোচ্চ ইনিংস হার্শালের (২৪)। ২৭ রানে দুই উইকেট নিয়ে হায়দরাবাদের দিনের সেরা বোলার সাকিব। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন শিখর। এই জয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে উঠে গেছে হায়দরাবাদ। ১১ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এই দল।
×