ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রকাশিত: ০৮:১০, ১১ মে ২০১৮

প্রকাশিত খবরের প্রতিবাদ

গত ১০ মে দৈনিক জনকণ্ঠে ‘লন্ডনে আওয়ামী লীগ না করেও উপকমিটিতে! শিরোনামে প্রকাশিত খবরে এম ডি নুরুল লিপু সম্পর্কে যে সব তথ্য দেয়া হয়েছে, তা ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি। প্রতিবাদলিপিতে বলা হয়, ‘প্রথমত, মেমসাহেব রেস্টুরেন্টের সাথে আমার কোন ব্যবসায়িক সম্পর্ক নাই। অতীতেও ছিল না। দ্বিতীয়ত, আমি স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। বর্তমানে যুক্তরাজ্য ছাত্রলীগের উপদেষ্টা কমিটিতে আছি। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাথে গভীরভাবে কাজ করছি। আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে সফরের সময়ে প্রতিনিধি দলের সাথে আমি যোগদান করি। পারিবারিক ভাবেই আমরা মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি। আমার পিতাও স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবাসের ব্যস্ততার মাঝেও আওয়ামী লীগের জন্য কাজ করে যাওয়ার স্বীকৃতি হিসাবেই শ্রমের মূল্যায়ন করে আমাকে উপকমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশ এবং প্রবাসের নেতারা আমাকে ভালবাসেন, পছন্দ করেন বলেই আমার বাসায় আতিথেয়তা গ্রহণ করেন।’ এতে আরও বলা হয়, ‘আমাকে সামাজিকভাবে ও রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্য নিয়ে এই সংবাদ করা হয়েছে বলে আমি মনে করি।’
×