ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-কিম বৈঠক ১২ জুন সিঙ্গাপুরে

প্রকাশিত: ০৭:৫৩, ১১ মে ২০১৮

 ট্রাম্প-কিম বৈঠক ১২ জুন সিঙ্গাপুরে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন। উত্তর কোরিয়া থেকে মুক্তি পাওয়া তিন মার্কিনীকে স্বাগত জানানোর কয়েক ঘণ্টা পরই কিমের সঙ্গে বৈঠকের এ দিনক্ষণ ঘোষণা করলেন ট্রাম্প। খবর বিবিসির। তিনি বলেন, ‘আমি সত্যিই খুবই অর্থবহ কিছু একটা করার ভাল একটি সুযোগ পেয়েছি বলে মনে করছি।’ যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকা কোন প্রেসিডেন্টই এ পর্যন্ত উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করেননি। এ বছর মার্চে ট্রাম্প নজিরবিহীনভাবে কিমের সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ গ্রহণ করে বিশ্বকে হতবাক করে দেন। এর আগে দুই নেতার মধ্যে হুমকি-ধামকি আর বাকযুদ্ধে কোরিয়া উপদ্বীপের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের বরফ গলার পর পরিস্থিতি পাল্টে যায়। উত্তর কোরিয়ার নেতা কিম কোরিয়া উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্ত করতে রাজি হন। গত ২৭ এপ্রিল উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ঐতিহাসিক শীর্ষ বৈঠকও হয়। এরপরই ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিমের বৈঠকের প্রস্তুতি শুরু হয়।
×