ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজীব আর্জুনি

কবিতা ॥ কাহিনীর মতো কামিনী

প্রকাশিত: ০৭:৪১, ১১ মে ২০১৮

কবিতা ॥ কাহিনীর মতো কামিনী

কামিনী ফুল একদিন ডাকে কামিনীর মতো; কামিনী একদিন কাহিনী হলে বলি চন্দ্রকোষে থাকে সে আমার দিন রাত; রাগে কি বিরাগে জিজ্ঞাসা বাড়ে নৃত্যে; শীতে খুব শীতে খেজুরের রস জমা সকালে কাহিনী নিয়ে একবার কেউ বলে পৌষের রাত কেউ বলে দুপুরের চিতল; অতঃপর শেষে কামিনী হাসে; বিকেল গড়ায় মুদ্রার মিহি মরণে; মরণ অনেক ভাল কামিনী এলে; কাহিনী অনেক ভাল যখন কামিনী হাসে; হাসির মরণে কামিনী কাহিনী হলে ভাবি : রাগে কি বিরাগে জিজ্ঞাসা বাড়ে নৃত্যে; নৃত্য কি তাড়নার রতি; প্রেম কামনার?
×